ঢাকা উত্তরে জাপার প্রার্থী কামরুল, দক্ষিণে সাইফুদ্দিন
আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ব্রিগেডিয়ার জেনারেল (অব) কামরুল ইসলাম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে হাজী সাইফুদ্দিন আহমেদ মিলনকে মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি।
দলের পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বিকেলে বনানীতে জাপার কার্যালয়ে বৈঠক থেকে এই দুজনকে মনোনয়নের সিদ্ধান্ত হয়েছে।
গত ২২ ডিসেম্বর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ৩০ জানুয়ারি দুই সিটিতে ভোট হবে।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯। ২ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই হওয়ার পর ৯ জানুয়ারি পর্যন্ত মনোনয়পত্র প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা।
Comments