বেসিক ব্যাংকের পরিচালকদের ঘেরাও করলেন কর্মীরা

ক্রমাগত লোকসানের মুখে সদ্য বাতিলকৃত বেতন কাঠামো পুনর্বহালের দাবিতে বেসিক ব্যাংকের পরিচালকদের ঘেরাও করে রেখেছেন ব্যাংকটির কর্মীদের একাংশ।
সপ্তাহের প্রথম কর্মদিবসে আজ রোববার বেসিক ব্যাংকের সদরদপ্তরে পরিচালনা পর্ষদের বৈঠক ছিল। ৪টায় শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় বৈঠক শেষ হয়। রাত ৯টায় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রায় ৫০০ জন কর্মী পরিচালকদের অবরুদ্ধ করে রেখেছিলেন।
এতদিন ব্যাংকটির নিজস্ব বেতন কাঠামো অনুযায়ী কর্মীদের বেতন-ভাতা পরিশোধ করা হতো। অন্যান্য সরকারি ব্যাংকের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি বেতন ছিল এই ব্যাংকটিতে। কিন্তু ক্রমাগত লোকসানের মুখে গত ২২ ডিসেম্বর ব্যাংকের বিদ্যমান বেতনকাঠামো ও অন্য সুবিধাদি বাতিল করা হয়। এই সিদ্ধান্ত ব্যাংকের কর্মীদের ক্ষুব্ধ করেছে।
রাষ্ট্র খাতের ব্যাংকগুলোর মধ্যে একসময় বেসিক ব্যাংকই খুব ভালো অবস্থায় ছিল। কিন্তু আবদুল হাই বাচ্চু চেয়ারম্যান হওয়ার পরই ব্যাংকটি খারাপ করতে থাকে। তার মেয়াদকালে সময়েই ব্যাংকটিতে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার জালিয়াতি হয়। জালিয়াতি আর লোকসানের মুখে শেষে কর্মীদের বেতন কমানোর সিদ্ধান্ত নেয় ব্যাংকের পরিচালনা পর্ষদ।
Comments