টেক্সাসে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৩
টেক্সাসের হোয়াইট সেটেলমেন্ট এলাকায় একটি গির্জায় প্রার্থনা চলাকালে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছেন। পরে প্রার্থনায় অংশ নেওয়া ব্যক্তিদের গুলিতে হামলাকারী নিহত হন।
গির্জার এক জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রিট ফারমার বলেন, “আজ আমরা আমাদের দুই মহান ব্যক্তিকে হারিয়েছি। কিন্তু, পরিস্থিতি আরও খারাপ হতে পারতো।”
পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছেন, গতকাল (২৯ ডিসেম্বর) হামলার পর সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে গির্জার প্রার্থনাকারীদের ভূমিকার প্রশংসা করা হয়। বলা হয়, তারা হামলাকারীকে রুখে দিয়ে স্বেচ্ছায় নিরাপত্তাকর্মীর দায়িত্ব পালন করেছে।
রাজ্যের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক বলেন, “হামলাকারীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। মাত্র ছয় সেকেন্ডেই তাকে আটকানো গিয়েছে। প্রার্থনাকারীদের মধ্যে দুজন ছিলেন যারা নিরাপত্তা বাহিনীতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেন। তারা তাদের অস্ত্র বের করে দ্রুত হামলাকারীকে নিষ্ক্রিয় করে দেন।”
Comments