সাবেক পররাষ্ট্রসচিব মোয়াজ্জেম আলী আর নেই
বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব সৈয়দ মোয়াজ্জেম আলী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা গেছেন।
ভারতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনকারী এই কূটনীতিবিদের মৃত্যুর খবর নিশ্চিত করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লে. কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ দ্য ডেইলি স্টারকে বলেন, আজ সোমবার বেলা ১১টা ৫৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোয়াজ্জেম আলী।
পরিবারের সূত্র উদ্ধৃত করে ইউএনবির খবরে বলা হয়, বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
মোয়াজ্জেম আলী ১৯৪৪ সালের ১৮ জুলাই সিলেটে জন্মগ্রহণ করেন। ১৯৬৮ সালে পাকিস্তান ফরেন সার্ভিসে যোগ দেন তিনি। বাংলাদেশের পররাষ্ট্র সচিবের দায়িত্ব সামলে ২০০১ সালের ডিসেম্বর মাসে অবসর গ্রহণ করেন।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাসে কর্মরত সৈয়দ মোয়াজ্জেম আলী বিদ্রোহ করে স্বাধীন বাংলাদেশের প্রতি আনুগত্যের ঘোষণা দিয়েছিলেন।
বাংলাদেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক 'দ্য ডেইলি স্টার' এর প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত এসএম আলী ছিলেন তার বড় ভাই।
Comments