জেএসসি ও জেডিসি

মেয়েরা এগিয়ে ছেলেদের চেয়ে

Girls.jpg
৩১ ডিসেম্বর ২০১৯, জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশের পর রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীদের উল্লাস। ছবি: এমরান হোসেন/স্টার

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা।

আজ (৩১ ডিসেম্বর) বেলা ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এ তথ্য জানান।

তিনি জানান, এ বছর পাস করেছে ১০ লাখ ৪০ হাজার ৭৪২ ছেলে। গত বছর ছিলো ১০ লাখ ১৫ হাজার ৩৮৭ জন। বেড়েছে ২৫ হাজার ৩৫৫ জন। বিপরীতে, ১২ লাখ ৪৬ হাজার ৫২৯ মেয়ে পাস করেছে। গত বছর ছিলো ১২ লাখ ১৫ হাজার ৪৪২ জন। বেড়েছে ৩১ হাজার ৮৭ জন। ছেলেদের তুলনায় মেয়েরা পাস করেছে ২ লাখ ৫ হাজার ৮৮৭ বেশি।

ছেলেদের পাসের হার ৮৭ দশমিক শূন্য ৩ শতাংশ। গত বছর ছিলো ৮৫ দশমিক ১২ শতাংশ। বেড়েছে ১ দশমিক ৯১ শতাংশ। মেয়েদের পাসের হার ৮৮ দশমিক ৬৪ শতাংশ। গত বছর ছিলো ৮৬ দশমিক ৪৩ শতাংশ। বেড়েছে ২ দশমিক ২১ শতাংশ। ছেলেদের তুলনায় মেয়েরা ১ দশমিক ৬১ শতাংশ বেশি পাস করেছে।

জিপিএ-৫ পেয়েছে ৩২ হাজার ৫৪৬ ছেলে। গত বছর ছিলো ২৮ হাজার ১৯০ জন। বেড়েছে ৪ হাজার ৩৫৬ জন। অপরদিকে, ৪৫ হাজার ৮৮৩ মেয়ে জিপিএ-৫ পেয়েছে। গত বছর ছিলো ৩৯ হাজার ৯০৫ জন। বেড়েছে ৫ হাজার ৯৭৮ জন। ছেলেদের তুলনায় জিপিএ-৫ বেশি পেয়েছে ১৩ হাজার ৩৩৭ মেয়ে।

এছাড়াও, বিভিন্ন সূচকে ছেলেদের তুলনায় মেয়েরা ভালো করেছে।

আরও পড়ুন:

যেভাবে জানা যাবে পিইসি, জেএসসি ও জেডিসির ফল

Comments

The Daily Star  | English

'Do not drop those bombs': Trump warns Israel

Israeli Prime Minister Benjamin Netanyahu said Israel had agreed to Trump's ceasefire proposal

2d ago