বঙ্গবন্ধু বিপিএলের সিলেট পর্বের সূচি
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্ব শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি)। সেখানে তিন দিনে অনুষ্ঠিত হবে মোট ছয়টি ম্যাচ। সবগুলো খেলার ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
সিলেটে গড়াবে এবারের বিপিএলের চতুর্থ পর্ব। এর আগে ঢাকায় দুটি এবং চট্টগ্রামে একটি পর্ব অনুষ্ঠিত হয়েছে। তিনটি পর্ব শেষে নয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দুইয়ে থাকা খুলনা টাইগার্সের অর্জন সাত ম্যাচে ১০ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে ঢাকা প্লাটুন ও রাজশাহী রয়্যালস আছে যথাক্রমে তিনে ও চারে।
রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে আছেন কুমিল্লা ওয়ারিয়র্সের অধিনায়ক ডেভিড মালান। আট ম্যাচে তার রান ৩৭৭। সেরা বোলারদের তালিকার এক নম্বর স্থানটি রয়েছে চট্টগ্রামের মেহেদী হাসান রানার দখলে। এই বাঁহাতি পেসার সাত ম্যাচে নিয়েছেন ১৪ উইকেট।
সিলেট পর্বের সূচি:
২ জানুয়ারি, বৃহস্পতিবার, রংপুর রেঞ্জার্স বনাম রাজশাহী রয়্যালস, দুপুর ১টা ৩০ মিনিট
২ জানুয়ারি, বৃহস্পতিবার, সিলেট থান্ডার বনাম কুমিল্লা ওয়ারিয়র্স, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
৩ জানুয়ারি, শুক্রবার, ঢাকা প্লাটুন বনাম খুলনা টাইগার্স, দুপুর ২টা
৩ জানুয়ারি, শুক্রবার, সিলেট থান্ডার বনাম রংপুর রেঞ্জার্স, সন্ধ্যা ৭টা
৪ জানুয়ারি, শনিবার, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম খুলনা টাইগার্স, দুপুর ১টা ৩০ মিনিট
৪ জানুয়ারি, শনিবার, সিলেট থান্ডার বনাম রাজশাহী রয়্যালস, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট।
Comments