রাজশাহীতে মাদক কেনাবেচার সময় দুই বিদেশি নারীসহ আটক ৮
রাজশাহী শহরে মাদক কেনাবেচার সময় অভিযান চালিয়ে দুই বিদেশি নারীসহ আটজনকে আটক করেছে পুলিশ।
গতকাল (৩১ ডিসেম্বর) রাতে নগরীর পঞ্চবটি এলাকা থেকে তাদেরকে আটক করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
আটকদের মধ্যে তিনজন হলেন- আজাদ, রনি ও সম্পা। এছাড়া আটককৃতদের মধ্যে দুইজন বিদেশি নাগরিক রয়েছেন। আটকদের সকলের নাম জানা যায়নি।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, ইংরেজি নববর্ষ উপলক্ষে নগরীর পঞ্চবটি এলাকায় পিকনিকের আড়ালে মাদক কেনাবেচা করছিলো একটি চক্র। বিদেশি নাগরিকসহ অন্যান্যরা ইয়াবা কিনতে ওই স্থানে এসেছিলো। গোপন সংবাদ পেয়ে রাতে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় তিন নারীসহ আটজনকে আটক করা হয়েছে।
Comments