রাজধানীতে ইংরেজি নববর্ষ উদযাপন করতে গিয়ে ১ জনের মৃত্যু
রাজধানীর বাড্ডা এলাকায় ইংরেজি নববর্ষ উদযাপনে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই মোটরসাইকেলে থাকা আরেক ব্যক্তি আহত হয়েছেন।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজের বরাত দিয়ে আমাদের নিজস্ব সংবাদদাতা জানান, নিহতের নাম মো. নয়ন। তিনি একটি ক্যাবল অপারেটর সার্ভিসে কাজ করতেন। আহত অপরজনের নাম মো. সোহেল। তিনি স্থানীয় ব্যবসায়ী।
ওসি জানান, ইংরেজি নববর্ষ উদযাপনের জন্য গতরাত ১০টার দিকে এই দুজন মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হন। রাত ৪টা ১০ মিনিটের দিকে মধ্যবাড্ডা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তা বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। এতে এই দুজন গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, হেলমেট পরিধান না করায় নয়ন মাথায় গুরুতর আঘাত পান। দুর্ঘটনার আগে এই দুজন মদ্যপান করেছিলেন বলেও ধারণা করা হচ্ছে।
নয়নের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
Comments