রিফাত হত্যায় মিন্নিসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

borguna-rifat-murder-vid-wb_0_0.jpg
বরগুনা শহরের কলেজ রোডে প্রকাশ্যে কোপানো হয় রিফাত শরীফকে।ছবি: ভিডিও থেকে সংগৃহীত

আলোচিত রিফাত শরিফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন বরগুনার আদালত।

বরগুনার জেলা ও সেসন জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান অভিযোগ গঠন করে আগামী ৮ জানুয়ারি থেকে বিচার শুরুর দিন ধার্য করেছেন।

মামলায় প্রথমে মিন্নিকে এক নম্বর সাক্ষী করা হলেও রিফাতের বাবার অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। অভিযোগ গঠনের সময় অন্য আসামিদের সঙ্গে মিন্নিও উপস্থিত ছিলেন। বিচারক তাদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানোর পর তাদের কারাগারে প্রেরণ করেন।

অভিযুক্তরা হলেন-রাকিবুল হাসান রিফাত ফরাজী (২৩), আল কাইয়ুম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), হাসান (১৯), মুসা (২২), রাফিউল ইসলাম রাব্বি (২০), সাগর (১৯) ও কামরুল হাসান সায়মুন (২১)।

এদের মধ্যে মুসা পলাতক।

গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরীফকে। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়।

ভিডিওটিতে সাব্বির আহমেদ ওরফে নয়ন বন্ড ও রিফাত ফরাজী তাকে (রিফাত শরীফ) ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে দেখা যায়। গত ২ জুলাই নয়ন বন্ড পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। পরে রিফাত ফরাজীকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ১৬ জুলাই সারাদিন জেরা করার পর নিহত শরীফের স্ত্রী মিন্নিকে গ্রেপ্তার করা হয় এবং পরে তাকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড চাওয়া হলে আদালত তা মঞ্জুর করেন।

রিফাত হত্যার সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে মিন্নি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

Comments

The Daily Star  | English

NBR removes import duty on onions

The tariff withdrawal will remain effective until Jan 15 next year

1h ago