এসি থেকে আগুনে একজনের মৃত্যু

প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর আফতাব নগরে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) থেকে লাগা আগুনে স্বপ্নীল আহমেদ পিয়াস (২৫) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

আজ (২ জানুয়ারি) ভোর পাঁচটার দিকে একটি দশতলা ভবনের দশম তলায় আগুনের ঘটনাটি ঘটে।

সকাল সোয়া সাতটার দিকে বাবা-মার একমাত্র সন্তান স্বপ্নীলকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ধোঁয়ায় অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন স্বপ্নীলের বাবা বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের সাবেক সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নান্নু।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি কর্মকর্তা রাসেল শিকদার ডেইলি স্টারকে জানান, এসির সঙ্গে বৈদ্যুতিক সংযোগকেন্দ্রীক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত। ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ময়নাতদন্তের জন্য স্বপ্নীলের মরদেহ ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে।

Comments

The Daily Star  | English

Polls no later than June 2026

Chief Adviser Prof Muhammad Yunus has said that next national polls will be held within June 2026.

1h ago