মাদকের অপব্যবহারের ঝুঁকিতে তরুণ প্রজন্ম: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন যে তরুণেরা সবচেয়ে বেশি মাদকের ঝুঁকিতে রয়েছে। তার মতে, মাদক ব্যবহারকারীদের বেশিরভাগের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।
home minister
২ জানুয়ারি ২০২০, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম বর্ষপূর্তির অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ছবি: জামিল খান

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন যে তরুণেরা সবচেয়ে বেশি মাদকের ঝুঁকিতে রয়েছে। তার মতে, মাদক ব্যবহারকারীদের বেশিরভাগের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।

তিনি বলেন, “মাদক চোরাচালান এবং পরিবহণের কাজে শিশু ও মহিলাদের ব্যবহার করা হচ্ছে যা খুবই ভয়ঙ্কর।”

আজ (২ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম বর্ষপূর্তির অনুষ্ঠান উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

মাদকের ভয়াবহতা দূর করতে বেশ কিছু দ্বি-পাক্ষিক ও আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা’র (মানসের) চেয়ারম্যান অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

মাদকের অপব্যবহার নিয়ে বেশ কয়েকটি বেসরকারি সংস্থা এবং গণমাধ্যমের প্রতিবেদনের তথ্য-উপাত্ত উপস্থাপন করে তিনি জানান, ১৯৯০ সালে দেশে মাদকাসক্তের সংখ্যা ছিলো ১০ লাখ। কিন্তু, বর্তমানে তা বেড়ে ৭৫ লাখে দাঁড়িয়েছে।

এভাবে বাড়তে থাকলে দেশে মাদক-সেবনকারীর সংখ্যা অতি দ্রুত কোটি ছাড়িয়ে যাবে, যোগ করেন ডা. চৌধুরী।

“৭৫ লাখ মাদক ব্যবহারকারীর ৬৫ ভাগের বয়সই ১৫-এর নীচে,” বলেও জানিয়েছেন তিনি।

Comments

The Daily Star  | English

22 garment factories shut in Ashulia as workers' demands not met

At least 22 factories were declared closed for an indefinite period today as their negotiations with the factory owners over various demands remain unresolved

11m ago