যে কারণে নিয়মিত অধিনায়ক ছাড়া নামতে হলো সিলেট ও কুমিল্লাকে
সিলেট থান্ডারের হয়ে টস করতে এলেন আন্দ্রে ফ্লেচার, কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে সৌম্য সরকার। দুজনের কেউই আগের ম্যাচে ছিলেন না এই দায়িত্বে। মূলত মোসাদ্দেক হোসেনের চোট আর ডেভিড মালান দেশে ফিরে যাওয়ায় এলো এই পরিবর্তন।
সিলেট থান্ডারের আগের ম্যাচে রান নিতে গিয়ে পড়ে চোট পান মোসাদ্দেক। রান আউট হয়ে ফিরে যাওয়ার সময় বেরিয়ে যেতে সহযোগিতা নিতে হয় তাকে। পরে ফিল্ডিংয়ে নামতে পারেননি। সেদিন ঘাড়ে ব্যথা পাওয়া মোসাদ্দেক এবার পীঠে অনুভব করছেন ব্যথা। তাই একাদশের বাইরেই আছেন তিনি। তার বদলে অধিনায়কত্ব করছেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচার।
টুর্নামেন্টের শুরুতে দাসুন শানাকা পেয়েছিলেন কুমিল্লার অধিনায়কত্ব। জাতীয় দলের খেলা থাকায় এই ব্যাটসম্যান ফিরে যাওয়ার পর অধিনায়কত্ব পান ডেভিড মালান। দলের সাফল্যের অনেকখানিই নির্ভর করছিল এই ইংলিশ ব্যাটসম্যানের উপর। কিন্তু স্ত্রী অসুস্থতায় দেশে ফিরে গেছেন তিনিও।
তাই বাধ্য হয়ে দেশি তারকা সৌম্যকে অধিনায়কত্বের ভার তুলে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। প্লে অফ থেকে কার্যত বিদায় নেওয়া সিলেট টসে জিতে কুমিল্লাকে আগে ব্যাট করতে দিয়েছে। প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে হলে কুমিল্লার এই ম্যাচ হারা চলবে না।
Comments