নাগরিকত্ব সংশোধনী আইন প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই: অমিত শাহ
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) সংখ্যালঘুবিরোধী না। তাই এটি প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই।
আজ (৩ জানুয়ারি) যোধপুরে সিএএ-পন্থী জনসভা থেকে বিজেপি সভাপতি অমিত শাহ বলেন, “কংগ্রেস ভোট ব্যাংক রাজনীতি করছে। সিএএ নিয়ে ভুল তথ্য পরিবেশনা করছে।”
অমিত শাহের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি আর কংগ্রেস এই আইনের বিরোধিতা করছে।
তিনি বলেন, “ওরা মিথ্যা প্রচার করছে।”
কংগ্রেসের সংসদ সদস্য রাহুল গান্ধীকে কটাক্ষ করে অমিত শাহ বলেন, “ক্ষমতা থাকলে সামনে এসে এই আইন নিয়ে আলোচনা করুন। নয় তো আমি আইনের প্রতিলিপি ইতালিয়ানে অনুবাদ করে দিচ্ছি, পড়ে দেখুন।”
তিনি বলেন, “কংগ্রেস ভুল তথ্য প্রচার করছে। যাতে বিভ্রান্ত হয়ে দেশের যুব সমাজ পথে নেমেছেন। ওরা (কংগ্রেস) চেষ্টা করে যাক, আমরাও সর্বস্ব দিয়ে চেষ্টা করবো সংখ্যালঘু আর যুবকদের কাছে পৌঁছাতে।”
এদিকে, সিএএ-বিরোধী আন্দোলনের বিরোধিতায় এবার জনসংযোগ যাত্রার ডাক দিয়েছে বিজেপি। সেই যাত্রার অংশ হিসেবেই যোধপুরে সভা করছেন অমিত শাহ।
জনসংযোগ যাত্রা দিয়ে দেশের তিন কোটি পরিবারের কাছে পৌঁছাতে চায় বিজেপি। তাদের কর্মসূচিতে আছে পথ নাটিকা, পদযাত্রা, ডোর-টু-ডোর প্রচার এবং নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মানুষকে সজাগ ও সচেতন করা।
Comments