কাশেম সোলাইমানির স্থলে ইসমাইল ঘানিকে নিয়োগ দিলেন খামেনি
মার্কিন হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রধান জেনারেল কাশেম সোলাইমানি নিহতের পর ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল ঘানিকে নতুন কমান্ডার হিসেবে নিয়োগ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
আজ (৩ জানুয়ারি) ভোরে প্রতিবেশী দেশ ইরাক সফরে এসে ইরানের এলিট ফোর্স হিসেবে পরিচিত ‘আল-কুদস বাহিনী’র প্রধান জেনারেল কাশেম সোলাইমানি নিহত হন।
ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল ঘানি ১৯৯৭ সাল থেকে আল-কুদস বাহিনীর ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্বপালন করে আসছিলেন।
লেবাননের শিয়া-অধ্যুষিত সংগ্রামী সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ বলেছেন, “জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার মতো বড় অপরাধ করে যুক্তরাষ্ট্র কখনোই তার লক্ষ্যে পৌঁছাতে পারবে না।
প্রতিটি যোদ্ধার প্রাণহানির শাস্তি তাদের (যুক্তরাষ্ট্রের) পেতে হবে বলেও হুমকি দিয়েছেন তিনি।
আজ এক বিবৃতিতে হাসান নাসরাল্লাহ ঘোষণা দেন, “হিজবুল্লাহ এখন থেকে ইরানের জেনারেল কাশেম সোলাইমানির পথ অনুসরণ করে তার অসমাপ্ত কাজ সম্পন্ন করবে।”
সংবাদমাধ্যম আল-মানারের বরাত দিয়ে তেহরান টাইমস তাদের প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
আরও পড়ুন:
ইরানের ‘চরম প্রতিশোধ’র ঘোষণা, বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি
ইরানের দ্বিতীয় ক্ষমতাধর জেনারেল কাশেম সোলাইমানি মার্কিন হামলায় নিহত
Comments