‘গান আমার কাছে বেঁচে থাকার নিঃশ্বাস’

Fahmida-Nabi.jpg
ফাহমিদা নবী। ছবি: শেখ মেহেদী মোর্শেদ

ফাহমিদা নবী বিখ্যাত সংগীত শিল্পী মাহমুদুন্নবীর যোগ্য কন্যা। গানের ভুবনেই তার পথচলা। গান গেয়ে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আরও অনেক পুরস্কার ঘরে এনেছেন গান গেয়ে।

অনেক জনপ্রিয় গান রয়েছে এই শিল্পীর। বিশেষ করে তার গাওয়া- 'লুকোচুরি লুকোচুরি গল্প' গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এই সময়ে এসেও গান নিয়ে ব্যস্ত আছেন তিনি।

জনপ্রিয় শিল্পী ফাহমিদা নবীর আজ (৪ জানুয়ারি) জন্মদিন। জন্মদিন উপলক্ষে কথা বলেছেন ডেইলি স্টারের সঙ্গে।

জন্মদিনের শুভেচ্ছা।

ধন্যবাদ। দ্য ডেইলি স্টারের পাঠকদেরও শুভেচ্ছা। ধন্যবাদ, বিশেষ দিনে আমাকে মনে করার জন্য।

কীভাবে কাটাবেন আজকের দিনটি?

বড় কোনো পরিকল্পনা নেই আজকের দিনটি নিয়ে। বাসায়ই থাকবো সারাদিন। কাছের মানুষেরা বাসায় আসবেন। তারা নিজ থেকেই আসবেন। তাদের সঙ্গে গল্প করে সময় কাটাবো। তবে জন্মদিনে বেশি মিস করবো মেয়েকে। মেয়ে থাকে লন্ডনে। গতকালই ফোন করেছিলো। ফোন করে উইশ করেছে। আরও বলেছে- মা, তোমার জন্মদিনে আমি কাছে নেই। আমি বলেছি- এটাই জীবন।

আপনি তো গান গাওয়ার পাশাপাশি গান শেখানও?

সত্যি কথা বলতে চার দিন আগে থেকেই জন্মদিন শুরু হয়ে গেছে। আমার একটি স্কুল আছে। গান শেখানোর। আমার ছাত্র-ছাত্রীরা জানুয়ারির এক তারিখ থেকেই আমাকে জন্মদিনের শুভেচ্ছা ও নানারকম গিফট দিতে শুরু করেছে। গতকালও তারা আমাকে জন্মদিন উপলক্ষে ফুল, চকলেটসহ নানারকম গিফট দিয়েছে। সত্যি আমি মুগ্ধ! সত্যি আমি আনন্দিত ওদের এইরকম ভালোবাসায়।

এই দিনের শ্রোতাদের থেকে কেমন সারা পান?

শ্রোতারা আমাকে অনেক ভালোবাসেন। তাদের কাছ থেকে সব সময়ই ভালোবাসা পাই। তাদের ভালোবাসা আছে বলেই এতদূর আসতে পেরেছি। জন্মদিনে অনেক শ্রোতা বাসার ঠিকানায় গিফট পাঠান। সেখানে তারা নামটি পর্যন্ত লিখেন না। কেউ ফুল পাঠান, কেউ কেক পাঠান। এছাড়া আমার পছন্দের জিনিসগুলোও জন্মদিনে পাঠিয়ে থাকেন। প্রত্যেক জন্মদিনে এটা হয়ে আসছে। আমি মুগ্ধ হয়ে যাই চেনা-অচেনা এইরকম গান-ভক্তদের ভালোবাসায়।

গান আপনার কাছে কী?

গান আমার কাছে ভালোবাসা। গান আমার কাছে সাধনা। গান আমার কাছে বেঁচে থাকার নিঃশ্বাস। গান আমার কাছে সবকিছু।

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

14m ago