বাংলাদেশের ভিডিওকে ভারতীয় পুলিশের ‘নির্যাতন’ উল্লেখ করে ইমরান খানের টুইট
‘মুসলমানদের ওপর ভারতীয় পুলিশের নির্যাতন’ প্রমাণ করতে গিয়ে বেশ বিপাকে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
গতকাল (৩ জানুয়ারি) সন্ধ্যায় সাত বছরের পুরনো বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের কয়েকটি ভিডিও টুইট করে হাস্য-রসিকতার বিষয়ে পরিণত হয়েছেন ইমরান খান। পরে অবশ্য সেগুলো মুছে ফেলেছেন।
শিখ ধর্মগুরু নানকের জন্মস্থান পাকিস্তানের নানকানা সাহিবে শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে প্রতিহিংসা ছড়িয়ে পড়ার পরেই ধারাবাহিকভাবে এসব টুইট পোস্ট করেন ইমরান খান।
ইমরান খানের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেই মুসলমানদের ওপর পুলিশি নির্যাতনের সেই টুইটগুলি শেয়ার করা হয়েছিলো। একটির ক্যাপশনে লেখা ছিলো- ‘উত্তরপ্রদেশে মুসলমানদের বিরুদ্ধে ভারতীয় পুলিশের নির্যাতন’।
প্রকৃতপক্ষে এই ভিডিও চিত্রটি ছিলো বাংলাদেশের।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার টুইট করে বলেছেন, “ভুয়া খবর টুইট করেছেন। ধরা পড়েছেন।”
সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে তিনি আরও লিখেছেন, “পুরানো অভ্যাস সহজে যায় না।”
Comments