‘জম্মুর রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে’
জম্মু থেকে রোহিঙ্গা মুসলমানদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।
আজ (৪ জানুয়ারি) জম্মু-কাশ্মীর কেন্দ্রীয় সরকারি কর্মকর্তাদের এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
জিতেন্দ্র সিং বলেন, “সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিলটি এখন আইনে পরিণত হয়েছে। এই আইনের আওতায় নাগরিকত্ব সংশোধনের সুযোগ নেই জম্মুতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা মুসলমানদের। তাই তাদের ভারত ছাড়তে হবে। আর এটাই সরকারের পরবর্তী পদক্ষেপ।”
জম্মুতে কীভাবে রোহিঙ্গারা আশ্রয় নিলো তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন জিতেন্দ্র সিং। তিনি বলেন, “এর পেছনে কোনো রাজনৈতিক চক্রান্ত থাকতে পারে। তাই বিষয়টি নিয়ে সবাইকে ভাবতে হবে। এই রাজ্যে এতো সংখ্যক রোহিঙ্গার উপস্থিতি নিয়ে আমি উদ্বিগ্ন।”
এক পরিসংখ্যানে জানা গেছে, জম্মু ও সাম্বাতে ২০০৮ থেকে ২০১৬ সালের মধ্যে প্রায় ছয় হাজার রোহিঙ্গার সংখ্যা বেড়েছে। যা নিয়ে ইতিমধ্যে শঙ্কা প্রকাশ করেছে বিজেপি ও বিশ্ব হিন্দু পরিষদ। এসব রোহিঙ্গাদের জম্মু থেকে মিয়ানমার ফেরত পাঠাতে আবেদন জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ।
Comments