স্মিথকেও ছাড়িয়ে গেলেন ডাবল সেঞ্চুরি হাঁকানো লাবুশেন!
ব্যাট হাতে কী দুর্দান্ত সময়টাই না কাটাচ্ছেন মারনাস লাবুশেন! গেল অগাস্টে সবশেষ অ্যাশেজ সিরিজ চলাকালে স্টিভ স্মিথের পরিবর্তে ইতিহাসের প্রথম কনকাশন বদলি হিসেবে নামার পর থেকে যেন আলোর গতিতে ছুটছেন এই তরুণ। ডানহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান সিডনি টেস্টের দ্বিতীয় দিনে খেলেছেন ক্যারিয়ারসেরা ইনিংস। তুলে নিয়েছেন সাদা পোশাকে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি। পাশাপাশি টেস্ট ক্রিকেটে গড় রানের দিক থেকে তিনি ছাড়িয়ে গেছেন স্মিথকেও!
টেস্ট ইতিহাসে ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে বেশি গড়ের রেকর্ডটা বহুকাল ধরে নিজের দখলে রেখেছেন প্রয়াত কিংবদন্তি তারকা স্যার ডন ব্র্যাডম্যান। ১৯৪৮ সালে ক্যারিয়ারের ৫২ টেস্টের শেষটি খেলা এই অস্ট্রেলিয়ানের গড়টা অবিশ্বাস্য, ৯৯.৯৪। এতদিন তার পরের স্থানেই ছিলেন সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান স্মিথ। তবে শনিবার (৪ জানুয়ারি) নিউজিল্যান্ডের বিপক্ষে লাবুশেন ২১৫ রানের ইনিংস খেলে টেক্কা দিয়েছেন স্মিথকে। তার গড় বর্তমানে ৬৩.৬৩, স্মিথের ৬২.৮৪। তবে লাবুশেন এই ধারাবাহিকতা ধরে রাখতে পারেন কি-না সেটাই দেখার থাকবে ভবিষ্যতে। কারণ সাবেক অজি অধিনায়ক স্মিথের নামের পাশে টেস্ট সংখ্যা ৭৩টি। আর লাবুশেন নেমেছেন ক্যারিয়ারের মাত্র ১৪তম ম্যাচে।
আগের দিন ১৬৩ বলে তিন অঙ্কে পৌঁছানো লাবুশেন এদিন ডাবল সেঞ্চুরি পূরণ করেন ৩৪৬ ডেলিভারিতে। লেগ স্পিনার টড অ্যাস্টলকে ফিরতি ক্যাচ দেওয়ার আগে তিনি করেন ২১৫ রান। ক্রিজে ছিলেন সাড়ে আট ঘণ্টারও বেশি সময়। তার ৩৬৩ বলের ইনিংসে ছিল ১৯ চার ও ১ ছয়। লাবুশেনের কাঁধে চড়ে প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রথম দিনের ৩ উইকেটে ২৮৩ রান নিয়ে খেলতে নেমে এদিন চা বিরতির আগে তারা অলআউট হয় ৪৫৪ রানে।
শেষ সেশনে ব্যাটিং করতে নেমে কোনো বিপদ ছাড়াই দিনের খেলা শেষ করেছেন নিউজিল্যান্ডের দুই ওপেনার টম ল্যাথাম ও টম ব্লান্ডেল। কিউইদের সংগ্রহ বিনা উইকেটে ৬৩ রান। তারা পিছিয়ে আছে ৩৯১ রানে। ল্যাথাম ২৬ ও ব্লান্ডেল ৩৪ রানে ব্যাট করছেন।
টেস্ট শুরুর আগে থেকেই বিপাকে থাকা নিউজিল্যান্ডের অস্বস্তি আরও বেড়েছে। বাঁ হাতের আঙুল ভেঙে গেছে পেসার ডানহাতি পেসার ম্যাট হেনরির। বোলিং করা চালিয়ে গেলেও ম্যাচের পরিস্থিতির উপর নির্ভর করবে তার ব্যাট হাতে নামা। চোট ও অসুস্থতার কারণে সিডনি টেস্টে খেলতে পারছেন না নিউজিল্যান্ডের নিয়মিতদের অনেকে। অধিনায়ক কেন উইলিয়ামসন, ব্যাটসম্যান হেনরি নিকোলস, পেসার ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি এবং স্পিন অলরাউন্ডার মিচেল স্যান্টনারকে ছাড়া বেশ অনিভজ্ঞ একাদশ নিয়ে খেলতে নেমেছে দলটি।
সংক্ষিপ্ত স্কোর:
(দ্বিতীয় ইনিংস)
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: (আগের দিন ২৮৩/৩) ১৫০.১ ওভারে ৪৫৪ (লাবুশেন ২১৫, ওয়েড ২২, হেড ১০, পেইন ৩৫, প্যাটিনসন ২, কামিন্স ৮, স্টার্ক ২২, লায়ন ৬*; হেনরি ১/৯৪, ডি গ্র্যান্ডহোম ৩/৭৮, ওয়াগনার ৩/৬৬, সমারভিল ১/৯৯, অ্যাস্টল ২/১১১)
নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ২৯ ওভারে ৬৩/০ (ল্যাথাম ২৬*, ব্লান্ডেল ৩৪*; স্টার্ক ০/১৮ কামিন্স ০/১৮, প্যাটিনসন ০/১০, লায়ন ০/১৩, লাবুশেন ০/১)।
Comments