শাহজালাল বিমানবন্দরে স্বর্ণের বারসহ ৩ পরিচ্ছন্নতাকর্মী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০টি স্বর্ণের বারসহ তিন পরিচ্ছন্নতাকর্মীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটেলিয়ান (এএপিবিএন)। আজ শনিবার (৪ জানুয়ারি) সকালে তাদের আটক করা হয়।
২০টি স্বর্ণের বারসহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিন পরিচ্ছন্নতাকর্মী আটক। ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০টি স্বর্ণের বারসহ তিন পরিচ্ছন্নতাকর্মীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটেলিয়ান (এএপিবিএন)। আজ শনিবার (৪ জানুয়ারি) সকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মো. সুমন শিকদার (৩৪), মো. শাহিন হোসেন (২৭) এবং মো. বেলাল আকন্দ (২৮)।

পুলিশ জানায়, আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট পরিষ্কার করতে যান ওই তিন পরিচ্ছন্নতাকর্মী। প্রায় এক ঘণ্টা পর তারা উড়োজাহাজ থেকে নামার পর পুলিশ তাদের তল্লাশি করতে চাইলে বাধার মুখে পড়ে। এক পর্যায়ে তল্লাশি করা হলে সুমনের জুতার ভেতর ১ কোটি ১৬ লাখ টাকা মূল্যের স্বর্ণের বার পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, সুমন জানায় যে উড়োজাহাজের ভেতর কালাম নামে একজন টেকনিশিয়ান তাকে স্বর্ণের বারগুলো দিয়েছিলেন। এজন্য তাকে ২০ হাজার টাকা দেওয়া হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। 

Comments