নাগরিকত্ব সংশোধনী আইন সম্পর্কে কিছুই জানেন না কোহলি!
নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) প্রতিবাদে চলমান আন্দোলনের মধ্যে ভারতীয় ক্রিকেট দল মুখোমুখি হতে যাচ্ছে শ্রীলঙ্কার। টি-টোয়েন্টি সিরিজে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোহলির কাছে প্রশ্ন রাখা হলো- নাগরিকত্ব সংশোধনী আইন সম্পর্কে তার মতামত কী? উত্তরে সতর্ক কোহলি বললেন, এ নিয়ে কিছুই জানেন না তিনি, তাই কোনো মন্তব্যও করবেন না!
সিরিজের প্রথম ম্যাচের ভেন্যু আসামের গোহাটির বর্ষাপাড়া স্টেডিয়াম। এই গোহাটিই কয়েক দিন আগে ছিল বিক্ষোভে উত্তাল। সরকারি হিসাব মতে, পুলিশের গুলিতে সেখানে নিহত হয়েছে চার জন। গেল ১১ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে ২০ ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত সেখানে বন্ধ রাখা হয়েছিল ইন্টারনেট সার্ভিস।
শনিবার (৪ জানুয়ারি) সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে কোহলির সরল জবাব, ‘নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে মন্তব্য করা আমার জন্য দায়িত্বজ্ঞানহীনের মতো একটা কাজ হবে। কারণ এ বিষয়ে আমি কিছুই জানি না। আমাকে আগে পুরো বিষয়টা জানতে হবে। তবে শহরটা আমাদের কাছে নিরাপদ বলেই মনে হয়েছে।’
Comments