ইরাকে ন্যাটোর কার্যক্রম স্থগিত ঘোষণা
ইরানের সর্বোচ্চ সামরিক কমান্ডার কাশেম সোলাইমানি হত্যাকাণ্ডের একদিন পর বাগদাদে ন্যাটোর সামরিক প্রশিক্ষণ সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা এলো।
ন্যাটোর ভারপ্রাপ্ত মুখপাত্র ডিলন হোয়াইট গতকাল (৪ জানুয়ারি) সিএনএনকে এ কথা জানান।
ইরাকে অবস্থানরত সব সেনা সদস্যের জন্য ইতিমধ্যে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
“প্রশিক্ষণ পর্ব স্থগিত করা হলেও, আমাদের অভিযান অব্যাহত থাকবে”, বলেন তিনি।
ইরাক সরকারের অনুরোধে ন্যাটো ‘আইএসের পুনরুত্থান ঠেকাতে ইরাকি সেনাবাহিনীর হাতকে শক্তিশালী করা’র জন্য ইরাকে অবস্থান করছে বলে সংগঠনটি তার একটি বিবৃতিতে উল্লেখ করেছে।
Comments