আবরার হত্যায় পলাতক ৪ আসামিকে নিয়ে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় পলাতক চার আসামিকে আগামী ১৩ জানুয়ারি আদালতে হাজির হতে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি দিতে পুলিশের প্রতি নির্দেশ দিয়েছেন আদালত।
আজ (৫ জানুয়ারি) ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কায়সারুল ইসলাম এই আদেশ দেন।
পলাতক চার আসামি হলেন- বুয়েট শাখা ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক মুস্তাফা রাফিদ, ছাত্রলীগের সদস্য মোরশেদুজ্জামান জিশান, এহতাশামুল রাব্বি তানিম ও মোরশেদ অমর্ত্য ইসলাম।
গত ৩ ডিসেম্বর পলাতক এই চার আসামির সম্পত্তি ক্রোক করার আদেশ দেন আদালত। এর আগে, গত ১৮ নভেম্বর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছিলেন আদালত।
Comments