বিপিএল মাতাতে আসছেন গেইল

প্রথম দল হিসেবে বঙ্গবন্ধু বিপিএলের প্লে-অফ পর্বে খেলা নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে দলটির খেলোয়াড়রা আছেন ছন্দে। এবারের আসরের সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়ার কীর্তিও তাদের। বন্দর নগরীর দলটির ব্যাটিং শক্তি আরও বাড়াতে আসছেন টি-টোয়েন্টির ফেরিওয়ালা খ্যাত বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিস গেইল।
Chris Gayle
ছবি: এএফপি

প্রথম দল হিসেবে বঙ্গবন্ধু বিপিএলের প্লে-অফ পর্বে খেলা নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে দলটির খেলোয়াড়রা আছেন ছন্দে। এবারের আসরের সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়ার কীর্তিও তাদের। বন্দর নগরীর দলটির ব্যাটিং শক্তি আরও বাড়াতে আসছেন টি-টোয়েন্টির ফেরিওয়ালা খ্যাত বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিস গেইল।

আগের দিন শেষ হয়েছে বিপিএলের সিলেট পর্ব। ঢাকা পর্ব শুরু হবে আগামী মঙ্গলবার। এই পর্ব থেকে চট্টগ্রামের জার্সিতে খেলতে দেখা যাবে ওয়েস্ট ইন্ডিজের তারকা গেইলকে। লিগ পর্বে চট্টগ্রামের আর দুটি ম্যাচ বাকি। এরপর মাঠে গড়াবে প্লে-অফ। সেসব ম্যাচে গেইলকে দেখতে পাওয়াটা ক্রিকেটপ্রেমীদের জন্য হবে বাড়তি আকর্ষণের উপলক্ষ।

রবিবার (৫ জানুয়ারি) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘সবকিছু ঠিকঠাক থাকলে কালই (সোমবার) দলের সঙ্গে যোগ দেবেন ক্রিস গেইল। দুপুর ৩টা থেকে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করবে দল।’

গেইলের বিপিএলে আসা নিয়ে এবার নাটক কম হয়নি। গেল ১৭ নভেম্বর প্লেয়ার্স ড্রাফটের শুরুতেই গেইলকে দলে নিয়েছিল চট্টগ্রাম। কিন্তু এরপর এই বাঁহাতি ক্রিকেটার নিজের নাম বিপিএলের ড্রাফটে দেখে বিস্ময় প্রকাশ করেন। এতে চরম বিব্রতকর অবস্থায় পড়েছিল চট্টগ্রাম।

পরে দলটির পক্ষ থেকে জানানো হয়েছিল, হ্যামস্ট্রিংয়ের চোটে থাকা গেইল আরও এক মাস খেলার মধ্যে থাকতে পারবেন না। জানুয়ারি মাসের শুরুর দিকে তিনি ফিট হবেন।

দলটির ব্যবস্থাপনা পরিচালক কে.এম. রিফাতুজ্জামান এরপর নিশ্চিত করেছিলেন, অল্প কয়েক ম্যাচের জন্য হলেও গেইল আসবেন, ‘তার বিপিএল খেলা নিয়ে কোনো সংশয় নেই। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ এ বিপিএল মাতাবেন ক্যারিবিয়ান ব্যাটিং কিংবদন্তি ক্রিস গেইল।’

Comments

The Daily Star  | English
speech by Dr Yunus

Yunus to address nation at 7:30pm

Chief Adviser Professor Muhammad Yunus will address the nation at 7:30pm today

40m ago