কেনিয়ায় সামরিক ঘাঁটিতে হামলায় ৩ আমেরিকান নিহত
জঙ্গি সংগঠন আল-শাবাব কেনিয়ার একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এতে আমেরিকার এক সেনাসদস্য ও দুই ঠিকাদার নিহত হয়েছেন। বেশ কয়েকটি মার্কিন বিমান ও সামরিক যানবাহনও বিধ্বস্ত হয়েছে।
সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গতকাল (৫ জানুয়ারি) কেনিয়ার মান্দা উপসাগরে লামু দ্বীপের সিমবা ঘাঁটিতে এই হামলা চালানো হয়।
সেখানে কেনিয়ার সামরিক বাহিনীর সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি বিশেষ দল অবস্থান করছিলো।
মার্কিন সেনাবাহিনীর আফ্রিকা কমান্ড সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, আফ্রিকান মিত্রবাহিনীকে প্রশিক্ষণ, সামরিক সংকটে সহায়তা প্রদান এবং এই অঞ্চলে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে ঘাঁটিটি তারা ব্যবহার করে।
প্রতিবেশী সোমালিয়ার আল-শাবাব জঙ্গি সংগঠন এ হামলার দায় স্বীকার করেছে।
লামুর দ্বীপের কমিশনার ইরুঙ্গ মাচারিয়া বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, আক্রমণকারীদের পাঁচজনকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।
কেনিয়ার ভেতরে এর আগে আল-শাবাব বাস, স্কুল এবং শপিংমলে বেশ কয়েকবার হামলা চালিয়ে বহু বেসামরিক লোকদের হত্যা করেছে।
Comments