যুক্তরাষ্ট্রের সামনে ‘অন্ধকার দিন’, ইরান পরমাণু চুক্তি মানবে না
২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে বের হয়ে আসার ঘোষণা দিয়েছে ইরান। গতকাল (৫ জানুয়ারি) রাতে রাজধানী তেহরানে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকের পর এই ঘোষণা দিয়েছে দেশটি।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, পরমাণু চুক্তির মাধ্যমে ইরানের ওপর যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিলো, তা আর মানা হবে না। পরমাণু উপকরণ সমৃদ্ধকরণ ও গবেষণার কাজে আর কোনো সীমাবদ্ধতা রাখবে না তারা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ইরান পরমাণু চুক্তি আর মানবে না। তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ চালিয়ে যাবে। কিন্তু, পারমাণুবিষয়ক আলোচনার সুযোগ থাকবে।
প্রসঙ্গত, ২০১৫ সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, জার্মানি ও ফ্রান্সের সঙ্গে পরমাণু চুক্তিতে স্বাক্ষর করে ইরান। ফলে ইরানের উপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করে নিয়েছিলো যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের সামনে ‘অন্ধকার দিন’ আসছে
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামনে ‘অন্ধকার দিন’ আসছে বলে জানিয়েছেন মার্কিন হামলায় নিহত জেনারেল কাশেম সোলাইমানির মেয়ে জয়নব সোলাইমানি।
রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ট্রাম্প আপনি ভাববেন না বাবার শাহাদাতের মাধ্যমে সবকিছু শেষ হয়ে গেছে।”
গ্রিন জোনে রকেট হামলা
ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের সবচেয়ে সুরক্ষিত এলাকা হলো গ্রিন জোন। এর ভেতরেই মার্কিন দূতাবাস অবস্থিত। গতকাল সন্ধ্যায় বিদ্রোহীরা এই এলাকায় চারটি রকেট ছুড়ে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Comments