একবার ব্যবহার্য প্লাস্টিক সামগ্রী বন্ধ করতে হবে: হাইকোর্ট
আগামী এক বছরের মধ্যে উপকূলীয় এলাকাসহ সারা দেশের হোটেল, মোটেল ও রেস্তোঁরাগুলোতে একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য নিষিদ্ধ করতে হবে। আজ (৬ জানুয়ারি) সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এমন নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
পান করার প্লাস্টিকের স্ট্র, কটন বাড, পানির বোতল, খাবারের মোড়ক, প্লাস্টিকের প্লেট, গ্লাস, কাপ, চামচ প্রভৃতি সামগ্রী, যেগুলো মাত্র একবারই ব্যবহার করা যায়, সেসব পণ্যের বিষয়ে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
সারাদেশে পলিথিনের ব্যবহার বন্ধ করতে আইনের যথাযথ প্রয়োগ জোরদার করতেও সরকারকে তাগিদ দিয়েছেন হাইকোর্ট।
চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে একবার ব্যবহার্য প্লাস্টিক সামগ্রী ব্যবহার কেনো বন্ধ করা হবে না, সে বিষয়ে রুল জারি করা হয়েছে।
প্লাস্টিক সামগ্রীর ব্যবহার বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সহ মোট ১১টি সংগঠনের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আজ হাইকোর্টে আবেদনের শুনানি হয়। আবেদনকারীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান এবং অ্যাডভোকেট সৈয়দ আহমেদ কবির।
Comments