বিজেপির ডাকে সাড়া দেননি বেশিরভাগ বলিউড তারকা
ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে আলোচনার জন্য কেন্দ্রীয় মন্ত্রী পিযুষ গয়াল এবং বিজেপি সহসভাপতি বৈজয়ন্তি জয় পান্ডার আমন্ত্রণে সাড়া দেননি বেশিরভাগ বলিউড তারকারা। মুম্বাইয়ের গ্র্যান্ড হায়াত হোটেলে রোববার (৫ জানুয়ারি) বৈঠক ও নৈশভোজের আয়োজন করা হয়।
বিজেপি সরকার মনে করছে নাগরিকত্ব আইন নিয়ে বিরোধী দলগুলো জনগণকে ভুল বুঝিয়ে আন্দোলনে নামাচ্ছে। তাই আইনটির বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরে প্রচারণা চালাতে বলিউড তারকাদের ব্যবহার করতে চাইছে মোদি সরকার।
বৈঠকের বিষয়ে আমন্ত্রণপত্রে লেখা হয়, সংশোধিত নাগরিকত্ব আইনের সঙ্গে জড়িত ‘মিথ ও বাস্তবতা’। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সেন্সর বোর্ড প্রধান প্রসূন যোশি ও কয়েকজন পরিচালক এবং অভিনেতার সঙ্গে বৈঠক করেই সন্তুষ্ট থাকতে হয় তাদের।
প্রথম সারির তারকারা বৈঠকে অংশ না নেয়ায় ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের ব্যাপারে তাদের বিরোধী অবস্থান আরো সামনে এলো।
বৈঠকে অংশ নেয়াদের মধ্যে ছিলেন অভিনেতা কুনাল কোহলি, রনভির শোরে, সংগীত পরিচালক আনু মালিক, সংগীত শিল্পী শান, কৈলাশ খের।
রোববারের এ আয়োজনে যাননি বলিউডের প্রথম সারির বেশিরভাগ তারকাই। দিনভরই আলোচনা ছিলো, জাভেদ আখতার, ভিকি কৌশল, আয়ুস্মান খুরানা, রাভিনা ট্যান্ডন, বনি কাপুর, কংগনা রানাউত এবং মধুর ভান্ডারকর বৈঠকে অংশ নেবেন। তবে তাদের কাউকেই দেখা যায়নি।
আইনের বিরুদ্ধে সোচ্চার থাকায় অনেককেই আমন্ত্রণপত্র পাঠানো হয়নি বলেও প্রতিবেদনে জানানো হয়।
বৈঠকে অংশ নেয়া এক সূত্রের বরাতে এনডিটিভি জানায়, সংশোধিত নাগরিকত্ব আইন বিষয়ে জানাতে ভবিষ্যতে সরকার এ ধরনের আরো বৈঠক করবে।
আরও পড়ুন:
Comments