৭০ ডলার ছাড়িয়েছে প্রতি ব্যারেল তেল

ইরানের শীর্ষস্থানীয় জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনায় সোমবার অশোধিত তেলের দাম আরও এক শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৭০ ডলার ছাড়িয়েছে যা গত আট মাসের মধ্যে সর্বোচ্চ।
Iran oil
পারস্য উপসাগরের কাছে ইরানের একটি তেল উত্তোলন কেন্দ্র। ছবি: রয়টার্স

ইরানের শীর্ষস্থানীয় জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনায় সোমবার অশোধিত তেলের দাম আরও এক শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৭০ ডলার ছাড়িয়েছে যা গত আট মাসের মধ্যে সর্বোচ্চ।

শুক্রবার ইরাকের বাগদাদে মার্কিন হামলায় সোলাইমানি নিহত হওয়ার পর এক ধাক্কায় তেলের দাম ৩ শতাংশ বেড়েছিল। এর পর থেকে বেড়েই চলেছে তেলের দাম।

সারা বিশ্বে উত্তোলিত তেলের অর্ধেক আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। অন্যদিকে ইরানের পাশের হরমুজ প্রণালি দিয়ে মোট তেলের এক পঞ্চমাংশের আমদানি রপ্তানি চলে।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যেই বিদেশি সৈন্যদের দেশ থেকে বের করে দেয়ার জন্য ইরাকের পার্লামেন্টে প্রস্তাব পাস হয়েছে। এর প্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার দেশের সৈন্যদের বের করে দেওয়া হলে তিনি ইরাকের ওপর নিষেধাজ্ঞা দেবেন।

Comments

The Daily Star  | English

Govt fixes chicken, egg prices

Sonali chicken Tk 269.54, broiler Tk 179.59, egg Tk 11.87

33m ago