তামিমের ব্যাটিং অ্যাপ্রোচে খুশি কোচ
ঢাকা প্লাটুনের হয়ে এবার বিপিএলে তামিম ইকবাল নিয়মিত রান পাচ্ছেন। গড়টাও বেশ ভালো। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটের অন্য যে দাবি, দ্রুত রান ওঠানো, ঝড়ো ইনিংস খেলা- এসব খুব একটা দেখা যাচ্ছে না তার ব্যাটে। সেজন্য স্ট্রাইক রেটও খুব চড়া হয়নি। তবে দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন তামিমের এই অ্যাপ্রোচে সন্তুষ্ট। তিনি জানান, দলে তামিমের ভূমিকাটাই এমন।
বিপিএলে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ৫৩.০০ গড়ে ৩১৮ রান তামিমের। তবে এই রান তিনি তুলেছেন কেবল ১১৫.২১ স্ট্রাইক রেটে। ইনিংস ওপেন করতে নামা তামিমকে শুরুতে দেখা যাচ্ছে সময় নিয়ে খেলতে। অন্য প্রান্তে ব্যাটসম্যানের কাঁধে তখন পড়ে রান বাড়ানোর দায়িত্ব।
রয়ে-সয়ে খেলে তামিম রান পেলেও তার কাছ থেকে টি-টোয়েন্টির চাহিদা মতো ইনিংস পাওয়ার খেদ থেকেই যাচ্ছে। সালাউদ্দিন অবশ্য বললেন, তার দলে তামিমের ভূমিকাটাই দেওয়া আছে এক প্রান্তে লম্বা সময় ধরে খেলার, ‘আমাদের দলটি যেভাবে করা হয়েছে, এখানে তামিমের আলাদা একটা ভূমিকা আছে। কারণ আমার মনে হয়, তামিম যতক্ষণ উইকেটে থাকবে, ততক্ষণ আমাদের জন্য সুবিধা থাকবে। কারণ আমার কাছে মনে হয়, নিচে অনেক পাওয়ার হিটার আছে। একটা খেলোয়াড় থাকবে যে কি-না লম্বা ইনিংস খেলবে। এই কারণে আমি মনে করি, তামিম যেভাবে খেলছে, তাতে আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি।’
‘আমার মনে হয়, সে যখন জাতীয় দলে খেলবে, তখন তার ভূমিকা আরেক রকম হতে পারে। এই দলের জন্য সে যেভাবে খেলছে, সেটা একেবারে যথার্থ বলে আমি মনে করি।’
সময় নিয়ে থিতু হয়ে উইকেট ধরে রাখা এবং শেষের দিকে গিয়ে ঝড় তুলে পুষিয়ে দেওয়া। সনাতন এই স্টাইলেই তামিম সফল হচ্ছেন বলে মনে করেন সালাউদ্দিন, ‘আমার কাছে মনে হয়, উইকেটে থাকাটা খুব বেশি জরুরি। কারণ তামিমের যে সামর্থ্য আছে, হয়তো শেষের দিকে সে এটা কাভার করতে পারে এবং সেটা করছে। এই কারণে তাকে নিয়ে আমি খুশি।’
Comments