‘এমন রোমাঞ্চের কারণেই টেস্ট পাঁচদিনেরই থাকা উচিত’
পঞ্চম ও শেষ দিনের খেলা। দক্ষিণ আফ্রিকার মাথায় সামনে তখন ৪২৮ রানের বোঝা। আগের টেস্ট জিতে সিরিজে এগিয়ে থাকা স্বাগতিকদের মূল লক্ষ্য অবশ্য সারাদিন টিকে ম্যাচটা ড্র করা। সে লক্ষ্য দেখা প্রোটিয়া ব্যাটসম্যানদের গেল দৃঢ়তা, খেলা গেল শেষ সেশনে। ড্র হবে নাকি ইংলিশরা জিতবে তৈরি হলো রোমাঞ্চ। শেষ পর্যন্ত ইংল্যান্ড জিতলেও কেপটাউন টেস্টে শেষ দিনে যে উত্তাপ ছড়িয়েছে তাতে বেন স্টোকসরা দেখছেন পাঁচ দিনের টেস্টেরই বড় বিজ্ঞাপন।
সম্প্রতি টেস্ট ক্রিকেট চারদিনে নামিয়ে আনা নিয়ে আইসিসির ভাবনার খবর ছড়িয়েছে ক্রিকেট দুনিয়ায়। তাতে বেশিরভাগ ক্রিকেটারই জানাচ্ছেন তীব্র প্রতিক্রিয়া। কেন টেস্ট ক্রিকেট পাঁচ দিনে থাকা উচিত ঐতিহ্যের সঙ্গে ক্রিকেটীয় কারণও জানাচ্ছেন বিরাট কোহলি থেকে হাশিম আমলা পর্যন্ত।
কেপটাউন টেস্টে রোমাঞ্চ ছড়িয়ে ১৮৯ রানে জিতে যাওয়ার পর ম্যাচ সেরা স্টোকস পাঁচ দিনের টেস্টের পক্ষেই জয়গান গাইলেন, ‘যখন কোন সিরিজে প্রথম ম্যাচে ফল হয়ে যায় তখন সিরিজ খুব জমে উঠে। এই কারণেই পাঁচ দিনের ক্রিকেট থাকা উচিত।’
‘এটাই সেরা সংস্করণ। এই রকম ম্যাচ ক্রিকেটকে স্মরণীয় করে রাখে। আমরা অনেক দিন মনে রাখব, আমি নিশ্চিত দক্ষিণ আফ্রিকাও রাখবে। এটা অন্যতম সেরা ম্যাচ।’
কেপটাউনে দুই ইনিংসে ৪৭ ও ৭২, দ্বিতীয় ইনিংসে ৩৫ রানে ৬ উইকেট আর ম্যাচে ৬ ক্যাচ নিয়ে সেরা হন স্টোকস। দ্বিতীয় ইনিংস ৪৩৮ রান তাড়ায় ড্রয়ের সম্ভাবনা জাগিয়ে শেষ সেশনে প্রোটিয়ারা অলআউট হয় ২৪৮ রানে। চারদিনের টেস্ট হলে দেখা মিলত না এমন টেস্টের, হতো ম্যাড়ম্যাড়ে ড্র, কেপটাউনের এই রোমাঞ্চ ছড়ানো টেস্টকেই পাঁচ দিনের টেস্ট টিকিয়ে রাখার বড় যুক্তি হিসেবে দাঁড় করাচ্ছে ম্যাচ জেতা ইংল্যান্ড।
Comments