মজনু একজন সিরিয়াল রেপিস্ট: র‌্যাব

Rapist-Final-Photo-1.jpg
মজনু | ছবি: পলাশ খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার মজনু (৩০) একজন সিরিয়াল রেপিস্ট বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ (৮ জানুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলন এ তথ্য জানানো হয়।

র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন-কাশেম বলেন, “আজ ভোরে শেওড়া রেলগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি নোয়াখালীর হাতিয়ায়। তার বাবা মৃত মাহফুজুর রহমান।”

তিনি বলেন, “ঘটনা ঘটানোর পর সে নরসিংদী চলে যায়। তবে কাল সারাদিন সে বনানী স্টেশনে ছিলো।”

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে মজনু স্বীকার করেছে যে, সে প্রতিবন্ধী নারী ও ভিক্ষুকদের ধর্ষণ করতো”, বলেন তিনি।

মজনুকে একজন সিরিয়াল রেপিস্ট হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “সে খর্বকায়। তার চুল কোঁকড়া এবং তার সামনের দুটি দাঁত ভাঙা।”

Majnu-Teeth-1.jpg
ধর্ষক মজনুর সামনের দুটি দাঁত ভাঙা। ছবি: সংগৃহীত

“ধর্ষণের আগে মজনু ওই এলাকায় ওত পেতে ছিলো। সে ভিকটিমকে বারবার মেরে ফেলার হুমকি দেয়। তবে মেয়েটিকে অজ্ঞান করতে কোনো ক্লোরোফর্ম ব্যবহার করেনি। এই ঘটনা ঘটানোর পর মজনুর মধ্যে কোনো অনুশোচনা বোধও নেই”, যোগ করেন তিনি।

সারোয়ার বিন-কাশেম বলেন বলেন, “মজনুর স্ত্রী মারা যাওয়ার পর সে আর বিয়ে করেনি। এরপর ছিনতাই, চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। সে একজন মাদকসেবী।”

তিনি আরও বলেন, “মজনুর ছবি ধর্ষণের শিকার ছাত্রীকে দেখানো হয়েছে। তিনি তাকে ধর্ষক বলে শনাক্ত করেছেন।”

এই র‌্যাব কর্মকর্তা আরও বলেন, ‘ভিকটিম (ধর্ষণের শিকার মেয়েটি) বলেছেন, সব চেহারা ভুলে গেলেও এই চেহারা ভুলে যাবো না।’

আরও পড়ুন:

ধর্ষক গ্রেপ্তার, শনাক্ত করেছেন ঢাবি শিক্ষার্থী: র‌্যাব

ধর্ষকের ফাঁসির দাবিতে ঢাবিতে বিক্ষোভ-সমাবেশ

বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: নুর

কুর্মিটোলা থেকে যেসব আলামত জব্দ করেছে পুলিশ

শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে ঢাবি শিক্ষক সমিতির মানববন্ধন ৮ জানুয়ারি

অবরোধ প্রত্যাহার, ধর্ষককে গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

ঢাবি শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় মামলা, চিকিৎসায় মেডিকেল বোর্ড

ক্ষোভে উত্তাল ঢাবি, শাহবাগ অবরোধ

শিক্ষার্থী ধর্ষণের বিচারের দাবিতে ঢাবিতে বিক্ষোভের ডাক

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Muhammad Yunus yesterday instructed all relevant authorities to complete preparations by December for the upcoming national election.

1h ago