যুক্তরাষ্ট্রকে অবশ্যই মধ্যপ্রাচ্য ছাড়তে হবে: খামেনি

Khamenei
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি: তেহরান টাইমস

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই মধ্যপ্রাচ্য ছাড়তে হবে।

আজ (৮ জানুয়ারি) তেহরান টাইমস জানিয়েছে, ইরানের কোম শহরে বক্তৃতা দেওয়ার সময় তিনি এ কথা বলেছেন।

খামেনি বলেছেন, “যুক্তরাষ্ট্রের জন্য এখন গুরুত্বপূর্ণ হলো এই অঞ্চলে তাদের ‘দূষিত’ উপস্থিতি শেষ করা উচিত।”

মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের উপস্থিতি আর গ্রহণ করবে না বলেও উল্লেখ করেছেন তিনি।

ইসলামী বিপ্লবের এই নেতা আরও বলেছেন, “জেনারেল কাশেম সোলেইমানির শাহাদাত বিশ্বকে দেখিয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লব এখনো বেঁচে আছে।”

আজ ভোররাতে ইরাকে যুক্তরাষ্ট্রের দুটি সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পর এসব কথা বলেছেন আয়াতুল্লাহ খামেনি। ক্ষেপণাস্ত্র হামলায় ৮০ জনেরও বেশি মার্কিন সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরান।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হন ইরানের কুদস বাহিনীর প্রধান জেনারেল কাশেম সোলাইমানি। এরপর থেকে মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

আরও পড়ুন:

ক্ষেপণাস্ত্র হামলায় ৮০ জনেরও বেশি মার্কিন সেনা নিহত, দাবি ইরানের

মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পর যা বললো ইরান

মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, উপসাগরীয় অঞ্চলে উড়োজাহাজ চলাচল নিষিদ্ধ

১৮০ জন যাত্রী নিয়ে ইউক্রেনের উড়োজাহাজ তেহরানে বিধ্বস্ত

সোলাইমানির দাফনে পদদলিত হয়ে ৩৫ জনের মৃত্যু

পেন্টাগন-ট্রাম্প পরস্পরবিরোধী বক্তব্য

ইরানের সাংস্কৃতিক স্থাপনায় হামলার হুমকিতে অনড় ট্রাম্প

সেনা প্রত্যাহারের চিঠি ‘ভুল’ ইরাক ছাড়ার পরিকল্পনা নেই: পেন্টাগন প্রধান

ইরান কখনোই পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না: ট্রাম্প

৭০ ডলার ছাড়িয়েছে প্রতি ব্যারেল তেল

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Govt issues ordinance amending Anti-Terrorism Act

Activities of certain entities, and activities supporting them can now be banned

1h ago