ভোটার তালিকা হালনাগাদ চলবে ২ জানুয়ারি থেকে ১ মার্চ
ভোটার তালিকা আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। সংশোধিত আইনে প্রতি বছর ২ জানুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চালানোর সুযোগ রাখা হচ্ছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আজ বুধবার (৮ জানুয়ারি) ভোটার তালিকা (সংশোধন) আইন ২০১৯ এর খসড়া নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।
মন্ত্রিপরিষদ সচিব জানান, সংশোধিত আইনটি পাস হলে প্রতি বছর নতুন ভোটার হওয়ার সময় আরো দুই মাস বাড়বে। বিদ্যমান আইনে এ সুযোগ ২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি ছিল। প্রস্তাবিত সংশোধনীতে তা বাড়িয়ে ১ মার্চ পর্যন্ত করা হয়েছে।
এতে ১ মার্চের পর ভোটার হওয়ার যোগ্য হবেন তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন।
Comments