রিফাত হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন

বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। বুধবার (৮ জানুয়ারি) বেলা ১১ দিকে বরগুনার শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে চার্জ গঠন করেন।
borguna rifat murder
২৬ জুন ২০১৯, বরগুনা শহরের কলেজ রোডে প্রকাশ্যে কোপানো হয় রিফাত শরীফকে। এতে তার মৃত্যু হয়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। বুধবার (৮ জানুয়ারি) বেলা ১১ দিকে বরগুনার শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে চার্জ গঠন করেন।

চার্জ গঠনের জন্য এ মামলার অপ্রাপ্তবয়স্ক ১৩ আসামিকে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে আদালতে হাজির করে পুলিশ। এছাড়াও আদালতে উপস্থিত হন জামিনে থাকা আরেক অপ্রাপ্তবয়স্ক আসামি। পরে আসামিদের উপস্থিতিতে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শুনানো হয়। চার্জ গঠন শেষে ১৩ আসামিকে ফের যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন আদালত।

রিফাত হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী এম মজিবুল হক কিসলু জানান, অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন শেষ হয়েছে। ১৪ আসামির মধ্যে ১৩ আসামির বিরুদ্ধে হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে ৩০২ এবং ৩৪ ধারায় অভিযোগ গঠন করেছেন আদালত।

এছাড়া অপর অপ্রাপ্তবয়স্ক আসামির বিরুদ্ধে হত্যাকাণ্ডের ষড়যন্ত্র, সহযোগিতা এবং আসামিদের পালাতে সহায়তা করার অভিযোগে ৩০২ এবং ১২০ (বি) ১ এবং ২১২ ধারায় চার্জ গঠন করা হয়েছে। আগামী ১৩ জানুয়ারি অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

২৬ জুন বরগুনার সরকারি কলেজের সামনে রিফাতকে কুপিয়ে জখম করা হয়। পরে হাসপাতালে তিনি মারা যান। এরপর গত ১ সেপ্টেম্বর ২৪ জনকে অভিযুক্ত করে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক দুই ভাগে বিভক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দেয় পুলিশ। আসামিদের মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ জন এবং অপ্রাপ্তবয়স্ক ১৪ জন।

এ মামলার চার্জশিটভুক্ত প্রাপ্তবয়স্ক আসামি মো. মুসা এখনো পলাতক রয়েছেন। এছাড়া নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি ও অপ্রাপ্তবয়স্ক এক আসামি জামিনে রয়েছেন। বাকি আসামিরা আটক রয়েছেন।

Comments

The Daily Star  | English
Fakhrul warns against long interim govt rule

Public won't tolerate interim govt staying for a long time: Fakhrul

Elected representatives should decide what reforms are necessary, says BNP secretary general

4h ago