পাকিস্তানে সফরে টি-টোয়েন্টি বাদ দিয়ে কেবল টেস্ট সিরিজ!

Nazmul Hasan
ছবি: স্টার

সংক্ষিপ্ত সময়ের জন্য পাকিস্তান সফরে যেতে চেয়েছিল বাংলাদেশ। খেলতে চেয়েছিল কেবল টি-টোয়েন্টি সিরিজ। তবে পাকিস্তান চায় টি-টোয়েন্টি বাদ দিয়ে হলেও টেস্ট খেলুক বাংলাদেশ। পাকিস্তানের এই প্রস্তাব একেবারে উড়িয়ে না দিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে যাচ্ছে বিসিবি। বোর্ড প্রধান নাজমুল হাসান জানিয়েছেন পাকিস্তান সফরের ব্যাপারে বৃহস্পতিবারই তারা নিয়ে নেবেন চূড়ান্ত সিদ্ধান্ত।

বুধবার বিপিএলের খেলা চলার সময় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। পাকিস্তান সফরের ব্যাপারে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম, গেম ডেভোলাপমেন্টের চেয়ারম্যান খালেদ মাহমুদকে নিয়ে জরুরী সভা করেন তিনি। সভায় পাকিস্তানের দেওয়া নতুন প্রস্তাব নিয়ে সবার মতামত জানতে চাওয়া হয়। 

পরে সংবাদ মাধ্যমকে নাজমুল জানান টি-টোয়েন্টির বদলে এখন কেবল টেস্ট খেলতে চেয়েছে পাকিস্তান, ‘ওদের আপডেটগুলো দিচ্ছিলাম। আমাদের এখন পর্যন্ত ফুল সিরিজটা ছিল। তাদের জানিয়েছিলাম টি-টোয়েন্টি খেলে চলে আসতে চাই। পরে কোন এক সময় টেস্ট খেলার কথা বলেছিলাম। কিন্তু তাদের (পাকিস্তানের) টেস্টের দিকেই আগ্রহ বেশি। যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপ চলছে, তারা বলছে টেস্টটা গুরুত্বপূর্ণ, টি-টোয়েন্টি আমরা পরে খেললেও অসুবিধা নেই।’

‘ওরা যেটা গুরুত্ব দিচ্ছে টি-টোয়োন্টি তো দ্বিপাক্ষিক। বরং ওরা (পাকিস্তান) বলেছে টেস্টটা আগে খেল। এটা তো টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একসময় খেলব। এটা আজকে তাদের প্রস্তাব।’

টি-টোয়েন্টি বাদ দিয়ে পাকিস্তানে বাংলাদেশের কেবল এক টেস্ট খেলার সম্ভাবনার কথাও জানান বিসিবি প্রধান। মূল কথা পাকিস্তানে তারা খেলতে রাজী, সেটা টেস্ট হোক বা টি-টোয়োন্টি, তবে সেক্ষেত্রে সিরিজ হওয়া চাই সংক্ষিপ্ত,  ‘হতে পারে (এক টেস্ট)। একটা টেস্ট খেললে তো টি-টোয়েন্টি থেকে কম সময় লাগবে। একদিন আগে গেলাম, খেলে চলে এলাম। সপ্তাহ খানেকের ব্যাপার। খেলব না বলছি না, খেলতে আমাদের আপত্তি নেই।  আমাদের লম্বা সময় সেখানে থাকতে অস্বস্তি বোধ আছে।’

সিদ্ধান্ত যেমনই হোক বৃহস্পতিবারই তা নিয়ে নেওয়া হবে। যাওয়ার ব্যাপারটা একপাশে রেখে বাংলাদেশ এখন দেখছে না গেলে কী সমস্যা হতে পারে,  ‘আমার মনে হয় যা করতে হবে কালকের মধ্যেই করতে হবে। আমাদের দেখতে হবে গেলে কী হবে না গেলে কী হবে। বরং না গেলে কী হবে সেটা নিয়েই আমাদের চিন্তা । সবার সঙ্গে আলাপ করেছি কি হতে পারে। টেস্ট (টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট) নিয়েই চিন্তা।’

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

14m ago