বাগদাদের গ্রিন জোনে ‘ইরানের’ রকেট হামলা
ইরাকে দুটি আমেরিকান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর সেদিনই বাগদাদের ‘গ্রিন জোন’ হিসেবে পরিচিত সুরক্ষিত এলাকায় রকেট হামলা হয়েছে। ইরান এই হামলা করেছে বলে জানিয়েছে কোনো কোনো আন্তর্জাতিক গণমাধ্যম।
আজ (৯ জানুয়ারি) আন্তর্জাতিক বাতা সংস্থা এএফপি জানিয়েছে, গতরাতে বাগদাদের গ্রিন জোনে দুটি রকেট আঘাত হানে। তবে সেই হামলায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
ইরাকে আইএসবিরোধী ৮১ সদস্যের সামরিক জোট অপারেশন ইনহেরেন্ট রিজোলভ’র (ওআইআর) মুখপাত্র কর্নেল মাইলেস বি ক্যাগিন্স তার ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে এক বাতায় বলেছেন, “সামরিক জোট নিশ্চিত করছে যে ৮ জানুয়ারি (ইরাকের স্থানীয় সময়) রাত পৌনে ১২টার দিকে বাগদাদের আন্তর্জাতিক এলাকার (গ্রিন জোন) কাছে ছোট ছোট রকেট এসে পড়ে। কোনো ক্ষয়ক্ষতি বা হতাহত হয়নি।”
তবে জোটের মুখপাত্র কোনো দেশের নাম উল্লেখ করেননি।
Comments