৭ দিনের রিমান্ডে মজনু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার মজনুকে সাতদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ (৯ জানুয়ারি) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সরাফুজ্জামান আনছারী শুনানি শেষে এই রায় দেন।
দুপুর ১টা ৩৫ মিনিটে আদালতে হাজির করা হয় মজনুকে। সেসময় আদালতের কাছে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পরিদর্শক আবু সিদ্দিক।
গতকাল ভোরে রাজধানীর শেওড়া রেলগেট এলাকা থেকে মজনুকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরে কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানিয়েছে, “মজনু একজন সিরিয়াল রেপিস্ট। সে প্রতিবন্ধী নারী ও ভিক্ষুকদের ধর্ষণ করতো।”
গত ৫ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলায় ধর্ষণের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
এ ঘটনায় ৬ জানুয়ারি শিক্ষার্থীর বাবা অজ্ঞাত একজনকে আসামি করে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলাটির তদন্ত করছে।
Comments