ইরান সংকট

পূর্বশর্ত ছাড়াই সমঝোতায় বসতে রাজি যুক্তরাষ্ট্র

Iran missile attack in Iraq-1.jpg
৮ জানুয়ারি ২০২০, ইরাকে মার্কিন দুটি সেনাঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ছবি: তেহরান টাইমস

কোনো পূর্বশর্ত ছাড়াই ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ সমঝোতায় বসতে রাজি যুক্তরাষ্ট্র। আজ (৯ জানুয়ারি) জাতিসংঘে পাঠানো এক চিঠিতে একথা জানিয়েছে মার্কিন প্রশাসন।

নিরাপত্তা পরিষদে পাঠানো ওই চিঠিতে জাতিসংঘের মার্কিন দূত কেলি ক্রাফট জানান, ঘটনা আরো উত্তপ্ত হয়ে ওঠার আগে এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে কোনো পূর্বশর্ত ছাড়াই তেহরানের সঙ্গে সমঝোতা চায় ওয়াশিংটন।

এছাড়াও চিঠিতে “আত্মরক্ষার জন্যে” ইরানি কমান্ডার কাশেম সোলেইমানিকে হত্যা করা হয়েছে বলে যুক্তি তুলে ধরা হয়। মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তা ও স্বার্থ রক্ষায় প্রয়োজনে আবারও এ ধরনের পদক্ষেপ নেয়া হবে বলেও চিঠিতে জানিয়েছে যুক্তরাষ্ট্র। 

তবে, জাতিসংঘের ইরানি রাষ্ট্রদূত মাজিদ তাখত রাভাঞ্চি জানান, ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা অব্যাহত রাখার পরও যুক্তরাষ্ট্রের এমন প্রস্তাব “অবিশ্বাস্য”।

এর আগেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শর্ত ছাড়াই আলোচনায় বসার প্রস্তাব জানিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিকে। গত সেপ্টেম্বরে এ প্রসঙ্গে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার কোনো প্রশ্নই আসে না। ইরানের ওপর চাপ প্রয়োগে মার্কিন কৌশলের অংশ এটি।

 

আরও পড়ুন:

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আমেরিকার ক্ষতির স্যাটেলাইট ইমেজ

বাগদাদের গ্রিন জোনে ‘ইরানের’ রকেট হামলা

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Muhammad Yunus yesterday instructed all relevant authorities to complete preparations by December for the upcoming national election.

34m ago