‘আমাকে মোস্তাফিজের অর্ধেকের সমান কাউকে দেখান’
হঠাৎ করেই ছন্দ হারিয়ে ফেলা মোস্তাফিজুর রহমানকে নিয়ে এক নির্বাচকের সমালোচনার পালটা সমালোচনা করেছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার প্রশ্ন মোস্তাফিজকে আগলে রাখার দায়িত্ব যাদের, তারা কেন দেশের সেরা অস্ত্রকে শূলে চড়াচ্ছেন।
জাতীয় দলের হয়ে বেশ কিছু দিন থেকেই বির্বন মোস্তাফিজ। ভারত সফরে টি-টোয়েন্টিতে উইকেট পাননি, খেয়েছিলেন বেদম মার। জায়গা হয়নি টেস্ট একাদশে। দেশে ফিরে বিপিএলের শুরুতে ছিলেন নিজের ছায়া হয়ে। প্রথম তিন ম্যাচে তার বেহাল দশা দেখে দেখে কড়া সমালোচনা করেছিলেন নির্বাচক ও বিপিএলে মোস্তাফিজের দল রংপুর রেঞ্জার্সের টেকনিক্যাল হাবিবুল বাশার সুমন।
এক ওভারে একই জায়গায় বল ফেলে দাসুন শানাকার হাতে চার ছক্কা খাওয়ার পর গণমাধ্যমের সঙ্গে আলাপে বিরক্তি প্রকাশ করেছিলেন হাবিবুল। টুর্নামেন্টের পরের দিকে অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়ান মোস্তাফিজ। ১২ ম্যাচে ২০ উইকেট নিয়ে সবার উপরে থেকেই শেষ করেছেন টুর্নামেন্ট।
শুক্রবার মোস্তাফিজদের কাছেই হেরে আসার পর ওয়ানডে অধিনায়ক প্রশ্ন তুলেছেন, এমন রত্নকে যত্ন করার বদলে কেন চড়ানো হয় শূলে, ‘মোস্তাফিজকে যত্ন করা খুব জরুরী। আমি সংক্ষেপে বলি, মোস্তাফিজকে নিয়ে সমালোচনা যদি আমরাই করতে থাকি। আপনাদের (সাংবাদিক) কথা আলাদা, দর্শকদের কথা আলাদা। সেই জায়গায় সমালোচনা হবে। কিন্তু আমি যখন মোস্তাফিজের দায়িত্বে আছি তখন আমি কেন মোস্তাফিজকে নিয়ে আপনাদের সামনে সমালোচনা করব। তখন আমি মোস্তাফিজকে আরও আগলে রাখার চেষ্টা করব। আমাকে একটা হাফ অফ মোস্তাফিজ দেখান বাংলাদেশে। সেটা নাই।’
ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্টরাও মোস্তাফিজ প্রসঙ্গে সংবাদ মাধ্যমের সুরে কথা বলছেন বলে মনে করেন মাশরাফি, ‘মোস্তাফিজ বিশ্বকাপে ২১ উইকেট পেয়ে আসছে। হয়ত ইকোনমি নিয়ে প্রশ্ন থাকতে পারে। পৃথিবীর অনেক বোলার আছে যারা ফর্মহীনতায় আছে। যারা মোস্তাফিজকে নিয়ে কাজ করছে মাঠে তারাও যদি আপনাদের ভাষায় কথা বলে। বাইরে যেটা শুনছে সেটাই বলছে। তো নিজস্ব চিন্তা ভাবনা কই যে আমি মোস্তাফিজকে ঠিক করব। মোস্তাফিজকে নিয়ে আপনাদের (গণমাধ্যম) সামনে সমালোচনা করে পরদিন তাকে নিয়ে কাজ করতে যাচ্ছি। তো মোস্তাফিজ কি মানুষ না? মোস্তাফিজ তার মনের যে সমস্যা সেটা তার(সমালোচনাকারী) সঙ্গে আর কীভাবে শেয়ার করবে।’
Comments