সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রকে প্রতিনিধি পাঠাতে বললো ইরাক

ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি মার্কিন সেনা প্রত্যাহারের প্রস্তাব বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রকে প্রতিনিধি দল পাঠানোর আহ্বান জানিয়েছেন।
Pompeo-and-Adel.jpg
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদেল মাহদি। ছবি: সংগৃহীত

ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি মার্কিন সেনা প্রত্যাহারের প্রস্তাব বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রকে প্রতিনিধি দল পাঠানোর আহ্বান জানিয়েছেন।

গতকাল (৯ জানুয়ারি) রাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে টেলিফোন করে এ আহ্বান জানান তিনি।

ইরাক সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, গতকাল রাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরাকের প্রধানমন্ত্রী। এ সময় মাইক পম্পেওকে ‘ইরাক থেকে বিদেশি সেনা প্রত্যাহার’ সংক্রান্ত সংসদের প্রস্তাব কার্যকর করতে মার্কিন প্রতিনিধিদের ইরাকে পাঠানোর অনুরোধ করেন তিনি।

সেসময় ইরাকের প্রধানমন্ত্রী বলেন, “মার্কিন বাহিনী ইরাকি কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সেদেশের আকাশসীমায় ড্রোন ব্যবহার করেছে, যা দ্বিপাক্ষিক চুক্তির লঙ্ঘন।”

গত ৩ জানুয়ারি বিদেশি সেনা প্রত্যাহারের দাবিতে ইরাকের সংসদে এই প্রস্তাবটি পাস হয়।

ইরানের প্রতি সৌদির নিন্দা

সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়ের ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা করেছেন। আজ এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা মনে করি ইরাকের সার্বভৌমত্বকে লঙ্ঘন করেছে ইরান।”

এ ঘটনায় সৌদি আরবের অবস্থান প্রসঙ্গে আল-জুবায়ের বলেন, “যুক্তরাষ্ট্রের আত্মপক্ষ রক্ষার অধিকারকে সৌদি সমর্থন করে। তবে, আমরা এ অঞ্চলে শান্তি চাই।”

তিনি আরও বলেন, “আমরা মনে করি- উত্তেজিত না হয়ে উভয়পক্ষকে শান্ত থাকতে হবে। না হলে সব পক্ষই ক্ষতিগ্রস্ত হবে।”

ইরানের পারমাণবিক চুক্তির বিষয়ে তিনি জানান, বর্তমান চুক্তিটি ত্রুটিযুক্ত, তাই এর সংশোধন করা উচিত।

ফ্রাঙ্কফুর্ট-তেহরান ফ্লাইট বাতিল

জার্মানের বিমান সংস্থা লুফথানসা জানিয়েছে, ইরান ও এর আশপাশের আকাশসীমার নিরাপত্তা পরিস্থিতির কারণে ফ্রাঙ্কফুর্ট থেকে তেহরানের বিমান চলাচল বাতিল করা হয়েছে। এটিকে তারা ‘সতর্কতামূলক ব্যবস্থাগ্রহণ’ হিসেবে উল্লেখ করেছে।

লুফথানসা এক বিবৃতিতে জানায়, বিস্তারিত তথ্য হাতে পাওয়ার পরে আমরা সিদ্ধান্ত নেবো, কবে থেকে ইরানে আমাদের ফ্লাইট পরিচালনা করা হবে।

Comments

The Daily Star  | English

Police see dead man running

Amin Uddin Mollah is dead and buried for two years and 10 months.

8h ago