বোর্ড সভার দিকে তাকিয়ে গিবসন

বাংলাদেশের পেস বোলিং কোচ হতে আগ্রহ জানানো ওটিস গিবসন অপেক্ষায় আছেন বিসিবির সিদ্ধান্ত জানার। নিজেকে তৈরি রেখে আপাতত রোববারের বোর্ড সভার দিকে চোখ তার।
শার্ল ল্যাঙ্গেফেল্ট দায়িত্ব ছেড়ে দেওয়ার পর খালি হয়ে যায় বাংলাদেশের পেস বোলিং কোচের পদ। এই পদের জন্য দ্রুত আরেকজনকে নিয়োগ দিতে তৈরি বিসিবি। এবার বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্সকে কোচিং করাতে আসা ক্যারিবিয়ান গিবসন এরমধ্যেই জানিয়েছেন আগ্রহ। তার সঙ্গে চলছে বিসিবির আলোচনাও।
শুক্রবার রাতে বিপিএলে নিজেদের শেষ ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর সংবাদ সম্মেলনে আসেন গিবসন। সেখানেই জানান, বিপিএল শেষ হলেও বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে তার সম্পর্ক কতদূর গড়াবে তা এখনো রয়েছে দোলাচলে। সেই দোলাচলের সূরাহা হতে পারে রোববারের বোর্ড সভায়। গিবসনও তাই কী হয় তা দেখার জন্য চোখ রাখছেন সেদিকে, ‘শেষবার আলাপের পর আমি আর কিছু শুনিনি। আমার মনে হয় কাল (রোববার) একটা বড় মিটিং আছে। আশা করছি সেখানে কিছু হবে।’
দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ আর ইংল্যান্ডের বোলিং কোচ হিসেবে কাজ করা গিবসন এবারই প্রথম ফ্রেঞ্চাইজি ক্রিকেটে কোচ হতে আসেন। তার কোচিংয়ে মাঝারি মানের দল নিয়ে প্লে অফের লড়াইয়ে উৎরাতে পারেনি কুমিল্লা। তবে বিপিএলের দলকে কোচিং করাতে আসায় গিবসনের সামনে খোলার সম্ভাবনা দেখা দিয়েছে অন্য দোয়ার। আপাতত নিজেকে প্রস্তুত রেখে তিনি অপেক্ষায় আছেন বিসিবির সিদ্ধান্ত জানার, ‘আমার এই মুহুর্তে কোন পরিকল্পনা নেই। সবই এখন বিসিবির ব্যাপার তারা কীভাবে দেখছে আমি যোগ দেব কি দেব না, আমি নিজেকে ফাঁকা রেখেছি। কালকের বোর্ড মিটিংয়ের কি হয় তা দেখার জন্য অপেক্ষা করছি।’
Comments