ইরান সেনাবাহিনীর ‘অনিচ্ছাকৃত’ গোলার আঘাতে ইউক্রেনের উড়োজাহাজ ভূপাতিত
সেনাবাহিনীর ‘অনিচ্ছাকৃত’ গোলার আঘাতে ইউক্রেনীয় যাত্রীবাহী বোয়িং ৭৩৭ উড়োজাহাজটি ভূপাতিত হয়েছে বলে স্বীকার করেছে ইরান।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে আজ (১১ জানুয়ারি) এ কথা জানানো হয়েছে।
আজ সকালে প্রকাশিত ইরানের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অনিচ্ছাকৃত ভুল’ করার কারণে দায়বদ্ধ সংস্থাকে জবাবদিহি করতে হবে এবং বিচারের আওতায় আনা হবে। সরকার বিদেশি নাগরিকসহ ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ক্ষমা চাইছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ এক টুইটবার্তায় বলেছেন-
— Javad Zarif (@JZarif) January 11, 2020
এর আগে, মার্কিন গণমাধ্যমে বলা হচ্ছিলো, ড্রোন হামলার সম্ভাব্য প্রতিশোধ নেওয়ার জন্য ইরান ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নেওয়ার সময় ভুল করে ইউক্রেনীয় যাত্রীবাহী উড়োজাহাজে আঘাত হানতে পারে।
উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার সময় এতে ১৭৬ জন যাত্রী ও ক্রু ছিলো। খবরে বলা হয়েছিলো, প্রযুক্তিগত সমস্যার কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে।
জেনারেল কাশেম সোলাইমানি হত্যার প্রতিশোধ হিসেবে ইরাকে মার্কিন সেনাদের ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টার মধ্যেই এই বিমান বিধ্বস্তের খবর পাওয়া গিয়েছিলো।
আরও পড়ুন:
উড়োজাহাজ ভূপাতিতের দায় স্বীকারের পর ইরানি প্রেসিডেন্টের ‘গভীর দুঃখপ্রকাশ’
রুশ ক্ষেপণাস্ত্র দিয়ে উড়োজাহাজ ভূপাতিত করেছে ইরান: যুক্তরাষ্ট্র
Comments