আন্তর্জাতিক

উড়োজাহাজ ভূপাতিতের দায় স্বীকারের পর ইরানি প্রেসিডেন্টের ‘গভীর দুঃখপ্রকাশ’

ইউক্রেনের উড়োজাহাজ গুলি করে ভূপাতিত করার দায় স্বীকারের পর ‘গভীর দুঃখপ্রকাশ’ করছে ইরান, এক টুইটবার্তায় জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।
hassan rouhani.JPG
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। ছবি: টুইটার থেকে নেওয়া

ইউক্রেনের উড়োজাহাজ গুলি করে ভূপাতিত করার দায় স্বীকারের পর ‘গভীর দুঃখপ্রকাশ’ করছে ইরান, এক টুইটবার্তায় জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।

তিনি বলেন, “আমার সব ধ্যান ও প্রার্থনা শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি। আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

এর আগে, ইরানের পররাষ্ট্র মন্ত্রী জাভেদ জারিফও টুইটবার্তায় দায় স্বীকার করে দুঃখপ্রকাশ করেন।

আরও পড়ুন:

রুশ ক্ষেপণাস্ত্র দিয়ে উড়োজাহাজ ভূপাতিত করেছে ইরান: যুক্তরাষ্ট্র

ইরান সেনাবাহিনীর ‘অনিচ্ছাকৃত’ গোলার আঘাতে ইউক্রেনের উড়োজাহাজ ভূপাতিত

Comments

The Daily Star  | English
Election Commission Logo

2,712 aspirants to vie for 300 seats

A total of 29 registered political parties have nominated their candidates for the election scheduled for January 7

33m ago