উড়োজাহাজ ভূপাতিতের দায় স্বীকারের পর ইরানি প্রেসিডেন্টের ‘গভীর দুঃখপ্রকাশ’

ইউক্রেনের উড়োজাহাজ গুলি করে ভূপাতিত করার দায় স্বীকারের পর ‘গভীর দুঃখপ্রকাশ’ করছে ইরান, এক টুইটবার্তায় জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।
তিনি বলেন, “আমার সব ধ্যান ও প্রার্থনা শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি। আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”
এর আগে, ইরানের পররাষ্ট্র মন্ত্রী জাভেদ জারিফও টুইটবার্তায় দায় স্বীকার করে দুঃখপ্রকাশ করেন।
The Islamic Republic of Iran deeply regrets this disastrous mistake.
My thoughts and prayers go to all the mourning families. I offer my sincerest condolences. https://t.co/4dkePxupzm— Hassan Rouhani (@HassanRouhani) January 11, 2020
আরও পড়ুন:
রুশ ক্ষেপণাস্ত্র দিয়ে উড়োজাহাজ ভূপাতিত করেছে ইরান: যুক্তরাষ্ট্র
ইরান সেনাবাহিনীর ‘অনিচ্ছাকৃত’ গোলার আঘাতে ইউক্রেনের উড়োজাহাজ ভূপাতিত
Comments