মধ্য বয়সের বন্ধুত্ব নিয়ে ‘গণ্ডি’
গণ্ডি চলচ্চিত্রের দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে আগেই, এখন মুক্তির অপেক্ষা। সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের সুবর্ণা মুস্তাফা ও ভারতের সব্যসাচী চক্রবর্তী।
পরিচালক ফাখরুল আরেফীন খানের দ্বিতীয় চলচ্চিত্র ‘গণ্ডি’। ছবিটি গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সেন্সর বোর্ডে ছাড়পত্রের জন্য দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
পরিচালক ফাখরুল আরেফীন খান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “কিছুদিন আগে ছবির কাজ শেষ করেছি। দৃশ্যধারণ যখন শুরু হয় তখন থেকেই ছবিটি দেখার জন্য দর্শক তাদের অপেক্ষার কথা জানাচ্ছেন। সেন্সর ছাড়পত্র পেলেই ছবিটি মুক্তির দিনক্ষণ চূড়ান্ত করব।”
রোমান্টিক কমেডি ঘরানার ছবিটির কাহিনী মধ্য বয়সী দুই নর-নারীর বন্ধুত্ব নিয়ে। অবসরে থাকা দুজন নারী-পুরুষের বন্ধুত্ব কেমন হয়, পরিবার ও আশপাশের মানুষ বিষয়টি কীভাবে নেয়, এই নিয়েই এগিয়েছে ছবির গল্প।
‘গণ্ডি’তে আরও অভিনয় করেছেন মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, আমান রেজা, পায়েল মুখার্জীসহ আরও অনেকে। গড়াই ফিল্মস প্রযোজিত ‘গণ্ডি’র আবহ সংগীত করেছেন পশ্চিমবঙ্গের দেবজ্যোতি মিশ্র।
Comments