মাশরাফির হাতে ১৪ সেলাই

ম্যাচের একাদশ ওভারের ঘটনা। মেহেদী হাসানের বলে লফটেড ড্রাইভ করেছিলেন রাইলি রুশো। কাভারে ক্যাচ নিতে বামদিকে ঝাঁপিয়েছিলেন ঢাকা প্লাটুন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ক্যাচ হাতে জমাতে পারেননি, কিন্তু বলের আঘাতে ব্যথায় কাতরে মাঠ ছাড়েন তিনি। পরে জানা যায়, ঢাকা প্লাটুনের অধিনায়কের বাঁহাতে লেগেছে ১৪টি সেলাই।
Mashrafe Mortaza
ছবি: ফিরোজ আহমেদ

ম্যাচের একাদশ ওভারের ঘটনা। মেহেদী হাসানের বলে লফটেড ড্রাইভ করেছিলেন রাইলি রুশো। কাভারে ক্যাচ নিতে বামদিকে ঝাঁপিয়েছিলেন ঢাকা প্লাটুন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ক্যাচ হাতে জমাতে পারেননি, কিন্তু বলের আঘাতে ব্যথায় কাতরে মাঠ ছাড়েন তিনি। পরে জানা যায়, ঢাকা প্লাটুনের অধিনায়কের বাঁহাতে লেগেছে ১৪টি সেলাই। 

শনিবার (১১ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ঢাকা করেছিল ২০৫ রান। শিশিরসিক্ত মাঠে নাজমুল হোসেন শান্তর বিস্ফোরক সেঞ্চুরিতে ওই রান ১১ বল হাতে রেখেই পেরিয়ে জিতে যায় খুলনা টাইগার্স।

ম্যাচ হারের সঙ্গে ঢাকা পেয়েছে অধিনায়ককে হারানোর দুঃসংবাদ। দলের ম্যানেজার আহসানুল্লাহ হাসান জানান, মাশরাফির হাতে দেওয়া হয়েছে ১৪টি সেলাই। সংবাদ সম্মেলনে আসা এনামুক হক বিজয় জানান, মাশরাফির বাঁ হাতের তর্জনী ও বৃদ্ধাঙ্গুলির মাঝে অনেকখানি কেটে গেছে, ‘মাশরাফি ভাইয়ের হাতে ১০টার বেশি (১৪টি) সেলাই লেগেছে , অনেকখানি কেটে গেছে, এই টুর্নামেন্টে তার পক্ষে আর খেলা খুবই কঠিন।’

সাধারণত সেলাই শুকানোর আগে খেলায় ফেরার সম্ভাবনা থাকে না। কাজেই মাশরাফির এবারের বিপিএল শেষই বলা যায়। এমনকি লম্বা সময়ের জন্যই হয়তো মাঠের বাইরে চলে যেতে হতে পারে তাকে। বিপিএলের প্লে অফে চার নম্বর দল হিসেবে এলিমিনেটর ম্যাচ খেলবে মাশরাফির ঢাকা। ১৩ জানুয়ারি তাদের প্রতিপক্ষ মাহমুদউল্লাহর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

Comments