বার্সেলোনার কোচ হওয়ার স্বপ্ন দেখেন জাভি

নিজের সাবেক ঠিকানা বার্সেলোনার কোচ হওয়ার স্বপ্ন লালন করেন স্পেনের ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। তবে এই মুহূর্তে কাতারের ক্লাব আল-সাদের ওপরেই সব মনোযোগ নিবদ্ধ রাখছেন তিনি।
শনিবার (১১ জানুয়ারি) আল-সাদের কোচ জাভি বলেছেন, ‘আমি এটা অস্বীকার করতে পারি না যে আমি আমার স্বপ্ন হলো বার্সেলোনার কোচ হওয়া। অনেকবার, অনেক সাক্ষাৎকারে আমি এটা বলেছি। সবাই জানে যে আমি একজন বার্সেলোনা ভক্ত। এই ক্লাবটা আমার হৃদয় ও স্বপ্ন জুড়ে আছে। কিন্তু এখন আমি আল-সাদকে নিয়ে মনোযোগী।’
অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে নাটকীয়ভাবে হেরে স্প্যানিশ সুপারকোপার সেমি-ফাইনাল থেকে বার্সেলোনা ছিটকে যাওয়ার পর আর্নেস্তো ভালভার্দের ভবিষ্যৎ নিয়ে নতুন করে জেগেছে শঙ্কা। তাকে সরিয়ে জাভিকে কোচের দায়িত্ব দিতে চায় কাতালানরা। স্প্যানিশ গণমাধ্যমগুলোর দাবি এমনটাই। গুঞ্জন আরও জোরালো হয়েছে বার্সার প্রধান নির্বাহী অস্কার গ্রাউ ও টেকনিক্যাল ডিরেক্টর এরিক আবিদাল কাতারের দোহায় জাভির সঙ্গে দেখা করায়।
আবিদাল ও গ্রাউয়ের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনার কথা স্বীকার করলেও সেসব নিয়ে মুখ খুলতে রাজি হননি একটি বিশ্বকাপ ও দুটি ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ী জাভি, ‘তারা এখানে এসেছিলেন এবং আমাদের অনেক বিষয় নিয়ে কথা হয়েছে। তারা এখানে ওসমান দেম্বেলের পরিস্থিতিও দেখতে এসেছিলেন (চোটে আক্রান্ত দেম্বেলের পুনর্বাসন প্রক্রিয়া চলছে কাতারে)। এটাই শেষ। আমি দুঃখিত। এর চেয়ে বেশি তথ্য আমি দিতে পারছি না।’
তবে আল-সাদ কর্তৃপক্ষ বলছে, জাভিকে এই মুহূর্তে ছাড়ার কোনো পরিকল্পনা নেই তাদের। জাভিও তুলে ধরেছেন বর্তমান ক্লাবের প্রতি দায়বদ্ধতার কথা, ‘আল-সাদে কোচিং করিয়ে আমি খুব খুশি এবং এই ক্লাবের প্রতি আমার অনেক সম্মান রয়েছে।’
Comments