বেসিক ব্যাংকে বেতন কমানোর সিদ্ধান্তে হাইকোর্টের স্থগিতাদেশ

বেসিক ব্যাংকের কর্মীদের বেতন কমানোর সিদ্ধান্ত চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। কর্মীদের বেতন কমানো কেন অবৈধ ঘোষণা করা হবে না রুল জারি করে ব্যাংক ও সরকারের সংশ্লিষ্টদেরকে তার জবাব দিতে বলেছেন আদালত।

বেসিক ব্যাংকের কর্মীদের বেতন কমানোর সিদ্ধান্ত চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। কর্মীদের বেতন কমানো কেন অবৈধ ঘোষণা করা হবে না রুল জারি করে ব্যাংক ও সরকারের সংশ্লিষ্টদেরকে তার জবাব দিতে বলেছেন আদালত।

ব্যাংকটির নিজস্ব বেতন কাঠামো অনুযায়ী এতদিন কর্মীদের বেতন-ভাতা পরিশোধ করা হতো। সরকারি অন্যান্য ব্যাংকের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি বেতন ছিল এই ব্যাংকটিতে। কিন্তু ক্রমাগত লোকসানের মুখে গত ২২ ডিসেম্বর ব্যাংকের বেতনকাঠামো ও অন্য সুবিধাদি বাতিল করে অন্যান্য সরকারি ব্যাংকের সমান করা হয়। এই সিদ্ধান্ত কর্মীদের ক্ষুব্ধ করেছে।

বেতন কমানোর সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে বেসিক ব্যাংকের ছয় জন কর্মকর্তার রিট আবেদনের প্রেক্ষিতে রুল জারি করে স্থগিতাদেশ দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ।

রিটকারীদের আইনজীবী সুবীর নন্দী দাস দ্য ডেইলি স্টারকে বলেন, হাইকোর্টের স্থগিতাদেশের ফলে পূর্বতন বেতন কাঠামো অনুযায়ী বেতন পাবেন বেসিক ব্যাংকের কর্মীরা।

রাষ্ট্র খাতের ব্যাংকগুলোর মধ্যে একসময় বেসিক ব্যাংকই খুব ভালো অবস্থায় ছিল। কিন্তু আবদুল হাই বাচ্চু চেয়ারম্যান হওয়ার পরই ব্যাংকটি খারাপ করতে থাকে। তার মেয়াদকালে সময়েই ব্যাংকটিতে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার জালিয়াতি হয়। জালিয়াতি আর লোকসানের মুখে শেষে কর্মীদের বেতন কমানোর সিদ্ধান্ত নেয় ব্যাংকের পরিচালনা পর্ষদ।

আরও পড়ুন:

বেসিক ব্যাংকের পরিচালকদের ঘেরাও করলেন কর্মীরা

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago