মাশরাফিকে ‘খুব ভালো বিদায়’ দিতে চায় বিসিবি

mashrafe mortaza
ছবি: বিসিবি

বিপিএলের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অবসর নিয়ে কিছু ভাবছেন বলে জানিয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, মাশরাফিকে ঘটা করে বিদায় দিতে সম্ভাব্য সেরা আয়োজন করতে প্রস্তুত আছেন তারা।

গত বিশ্বকাপের আগে থেকেই জোর গুঞ্জন ছিল বিশ্বকাপ খেলেই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়বেন দেশের সফলতম অধিনায়ক। চোট নিয়ে বিশ্বকাপে গিয়ে মাশরাফি ছিলেন বিবর্ণ। ৮ ম্যাচে পেয়েছিলেন কেবল ১ উইকেট। দলও প্রত্যাশাপুরণ করতে না পারায় মাশরাফির অবসর নিয়ে আলাপ চড়া হয়। কিন্তু নিজের অবসর নিয়ে বরাবরই নিশ্চুপ থেকেছেন মাশরাফি।

রোববার বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি জানান, মাশরাফির অনুরোধেই নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে তাকে বাদ দিচ্ছেন তারা। সেইসঙ্গে দেশের ক্রিকেটের বড় এই নামকে বর্ণাঢ্য আয়োজনে বিদায় জানাতেও তৈরি বোর্ড,  তবে সেক্ষেত্রে লাগবে মাশরাফির সায়, ‘ওকে একবার প্রস্তাব দিয়েছিলাম। বিশ্বকাপের পর জিম্বাবুয়ের বিপক্ষে একটি ওয়ানডে খেলে শেষ করার কথা ছিল, এমনই কথা হয়েছিল ওর সঙ্গে আমার লন্ডনে। পরে তো বলল এই বিপিএল পর্যন্ত দেখতে চায়। তারপর সিদ্ধান্ত নেবে। এখন পত্রপত্রিকার মাধ্যমে যা জেনেছি, তার ঘটা করে অবসরের ইচ্ছেই নেই। সেটিই মনে হচ্ছে পত্রপত্রিকা দেখে।’

‘আমরা তো চাইব তাকে ভালোভাবে, খুব ভালোভাবে বিদায় দিতে, যেটা বাংলাদেশে আর কেউ পায়নি। এটা আমাদের ইচ্ছা। ও যদি এটা চায় তো ভালো কথা, না চাইলে কিছু করার নেই।’

বিসিবির এই অবস্থানের দুদিন আগেই অবশ্য নিজের ভাবনা গণমাধ্যমে প্রকাশ করেন মাশরাফি। গত শুক্রবার বিপিএলের ম্যাচ শেষে মাশরাফি জানান অবসর নিয়ে ভাবছেন না, বরং উপভোগ করছেন খেলা,  ‘আমি নিজে যে জায়গায় অবস্থান করছি, সেটা উপভোগ করছি। মাঠ থেকে অবসর নেব কি নেব না, এখনও সিদ্ধান্ত নেইনি। যদি সেরকম অবস্থা তৈরি হয়, ক্রিকেট বোর্ড যদি মনে করে, তাহলে হয়তোবা চিন্তা-ভাবনা করব।’

বোর্ড বললে অবসর নিতে পারেন, কিন্তু মাশরাফি প্রত্যাশা করেন না ঘটা করে কোন আয়োজন, ‘নিজেকে আমার এত প্রাধান্য দেওয়ার দরকার আছে, এটা মনে করি না। নিজেকে আমি এত প্রাধান্য দেই না যে আমাকে মাঠ থেকে বিদায় দেবেন সবাই, ফুলের তোড়া নিয়ে আসবেন। এটা প্রয়োজনীয় নয়। আমি যেমন আছি, ভালো আছি। উপভোগ করছি খেলা।’

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Prof Muhammad Yunus yesterday ordered the authorities concerned to complete, by December, the preparations for the upcoming national election.

5h ago