খেলা

স্প্যানিশ সুপার কাপের শিরোপা রিয়ালের

নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ৩০ মিনিটেও জালের দেখা পেল না কোনো দল। অবধারিতভাবে ম্যাচ গড়াল টাইব্রেকারে। সেখানে অ্যাতলেতিকো মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ।
real madrid spanish super cup
ছবি: এএফপি

নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ৩০ মিনিটেও জালের দেখা পেল না কোনো দল। অবধারিতভাবে ম্যাচ গড়াল টাইব্রেকারে। সেখানে অ্যাতলেতিকো মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ।

রবিবার রাতে সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে টাইব্রেকারে ৪-১ গোলে জিতেছে জিনেদিন জিদানের দল। স্প্যানিশ সুপার কাপে এটি রিয়ালের একাদশ শিরোপা।

দ্বিতীয় মেয়াদে রিয়ালের কোচ হওয়ার পর প্রথম শিরোপা জিতলেন জিদান। ফ্রান্সের সাবেক তারকা ফুটবলারের অধীনে এই নিয়ে নয়টি ফাইনালে উঠে প্রতিটিতে শিরোপা জিতল লস ব্লাঙ্কোসরা।

টাইব্রেকারে চারটি শটের সবকটিতে লক্ষ্যভেদ করে রিয়াল। দানি কারভাহাল, রদ্রিগো, লুকা মদ্রিচ ও সার্জিও রামোস জালের ঠিকানা খুঁজে নেন। অন্যদিকে, অ্যাতলেতিকোর সাউল নিগেজের নেওয়া প্রথম শটটি পোস্টে লেগে ফিরে আসে। এরপর থমাস পার্তের স্পট-কিক রুখে দেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। তৃতীয় শটে কিয়েরান ট্রিপিয়ার লক্ষ্যভেদ করলেও তা কাজে আসেনি।

এর আগে দুদলই গোলের ভালো কিছু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। ম্যাচের শেষ কিছু মিনিট রিয়ালকে খেলতে হয় দশজন নিয়ে। কারণ ১১৫তম মিনিটে আলভারো মোরাতাকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ফেদেরিকো ভালভার্দে। তবে একজন বেশি নিয়েও কোর্তোয়াকে পরাস্ত করতে পারেনি অ্যাতলেতিকো।

নতুন নিয়মে প্রথমবারের মতো চার দল নিয়ে আয়োজিত প্রতিযোগিতাটির সেমিফাইনালে ভ্যালেন্সিয়াকে ৩-১ গোলে হারিয়েছিল রিয়াল। আরেক সেমিতে ৩-২ গোলে জিতে বার্সেলোনাকে বিদায় করে দিয়েছিল অ্যাতলেতিকো।

Comments

The Daily Star  | English
Bangladesh Public Administration Ministry's Logo

2 deputy commissioners among 3 transferred ahead of polls

The Ministry of Public Administration today announced transfers of at least three government officials, including two deputy commissioners, ahead of the upcoming national parliamentary election

2h ago