যশোরে গরুচোর সন্দেহে গণপিটুনি, নিহত ৩
যশোরের অভয়নগরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। আজ (১৩ জানুয়ারি) ভোররাতে উপজেলার প্রেমবাগ গ্রামের মজুমদারপাড়া রেলক্রসিংয়ের সামনে এ ঘটনা ঘটে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানান, ভোররাত চারটার দিকে একটি পিকআপে করে কয়েকজন চোর যশোর সদরের গাইদগাছি গ্রামের খোরশেদ আলীর বাড়িতে যান। তারা খোরশেদ আলীর গোয়াল থেকে তিনটি গরু চুরি করে পালানোর সময় বাড়ির মালিক টের পেয়ে চিৎকার দেন। এরপর এলাকার লোকজন চোরদের ধাওয়া দেন এবং মসজিদের মাইকে ঘোষণা দেন।
তিনি আরও জানান, চোররা পালিয়ে যাওয়ার সময় প্রায় দেড় কিলোমিটার তাড়িয়ে মজুমদারপাড়া রেলক্রসিংয়ের সামনে তাদের ধরে ফেলেন এলাকাবাসী। এ সময় তিনজনকে গণপিটুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। অপরজন অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান। আরও তিনজন পালিয়ে গেছেন। গরু তিনটি উদ্ধার করা হয়েছে।
নিহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
Comments